চট্টগ্রাম, ১৯ এপ্রিল, চট্টগ্রাম :
পঞ্চম বাংলাদেশী হিসাবে পৃথিবীর সব্বোর্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। চট্টগ্রাম থেকে যিনি প্রথম এভারেস্ট জয়ী। আজ ১৯ মে নেপালের স্থানীয় সময় সাড়ে আটটায় বাবর আলী এভারেস্ট পর্বতচূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান। সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন বাবর আলীর এভারেস্ট অভিযানের সমন্বয়ক ফরহান জামান।
বাবর আলী গত ১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে রওনা হন। ১০ এপ্রিল পৌঁছান এভারেস্ট ব্যাজক্যাম্পে।
তাদের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪ মে রাতে ব্যাজক্যাম্প থেকে এভারেস্ট চূড়া আরোহণের যাত্রা শুরু হয়। প্রথম দিন ক্যাম্প দুই। সেখানে দুই রাত কাটিয়ে দ্বিতীয় দফায় ১৮ মে আরোহণ করেন ক্যাম্প-৩-য়ে। তারপর আজ ১৯ মে ডেথ জোন পেরিয়ে সকালে আরোহণ করেন ক্যাম্প ৪ তথা এভারেস্ট চূড়ায়। ২৯ হাজার ৩১ ফুট উচ্চতায় উড়ান বাংলাদেশের পতাকা।
এই উপলক্ষে ৩০ মার্চ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ভার্টিক্যাল ড্রিমার্স। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাবর আলীও। যিনি পেশায় চিকিৎসক হলেও এমবিবিএস পাস করে যাকে দেশ ভ্রমণের নেশায় পেয়ে বসে।
সংবাদ সম্মেলনে বাবর আলীর
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯ হাজার ফুট) এবং বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণের লক্ষ্যে নেপালে উদ্দেশ্যে রওনা হবার আগে অভিযানের জাতীয় পতাকাও হস্তান্তর করা হবে।
জানা যায়, পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাকালীন সদস্য বাবর ২০১৪ সাল থেকে হিমালয়ে চূড়ায় অভিযান করছেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আরোহণ করেন হিমালয়ের অ দুর্গম চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট)।
পর্বতারোহণ ছাড়াও নানান অ্যাডভেঞ্চার কার্যক্রমের সাথে যুক্ত বাবর আলী ২০১৯ সালে পায়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেন তিনি। এছাড়াও ভারতের সর্ব উত্তরের কাশ্মীর থেকে সর্ব দক্ষিণে কন্যাকুমারী অবধি সাইকেল চালিয়েছেন ২০২৩ সালে।
মাউন্ট এভারেস্ট জয়ের পর বাবর আলী মাউন্ট লোৎশে চূড়ায় আরোহণ করবেন বলে জানা গেছে। এটি বিশ্বের বৃহত্তম পর্বতশৃঙ্গ। এজন্য আজ রাতে যাত্রা শুরু করবেন বলে জানা গেছে।
Discussion about this post