চট্টগ্রাম, ০১ জুন, ২০২৪:
চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) দেশের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যে দক্ষ ও প্রশিক্ষিত জনবল সৃষ্টির অনন্য বিশ্ববিদ্যালয় হবে বলে মন্তব্য করেছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে জয়ী হতে হলে এই প্রজন্মকে যুগোপযোগি প্রযুক্তিজ্ঞান, ব্যবহারিক জ্ঞান দক্ষতা অর্জন ও প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে শিল্প কারখানার চাহিদা অনুযায়ী বাস্তবমুখী শিক্ষা প্রদানে সিবিএফটিতে একাডেমিক কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
শনিবার (১ জুন) সিবিইউএফটিতে তিন দিনব্যাপী এডমিশন ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সিবিইউএফটি চট্টগ্রামের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনন্য প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী চায়নার উহান ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তারা ভালো প্রতিষ্ঠানে চাকরিও করছে। এখানে পড়ে শিক্ষার্থীরা চাকরি খুঁজবে তা নয়, তারা নিজস্ব প্রতিষ্ঠানও তৈরি করবে। যেখানে শতশত ছেলে-মেয়েদের চাকরি দেবে। এর আগে ফিতা কেটে এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য মোহাম্মদ ফেরদৌস, এমডিএম মহিউদ্দীন চৌধুরী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী প্রমুখ। পরে তারা ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিবেশনা ও বিশ্ববিদ্যালয়ের নানমুখী কার্যক্রমের প্রদর্শনীর স্টল ঘোরে দেখেন। জানা গেছে, মেলায় শিক্ষার্থীদের জন্য স্পট এডমিশনের ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় স্কলারশিপ ও বিশেষ ওয়েভার ব্যবস্থা। বিজ্ঞপ্তি