চট্টগ্রাম মেরিন একাডেমিতে আইএমও সেক্রেটারী জেনারেল
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) সেক্রেটারী জেনারেল আর্সেনিও ডোমেনগুয়েজ বাংলাদেশ মেরিন একাডেমি সফর পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকালে তিনি চট্টগ্রাম মেরিন একাডেমিতে সফরে আসেন। উক্ত সফর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপচিালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, এয়ারম্যান ট্রেনিং ইন্সটিটিউটের কমান্ড্যান্ট এয়ার কমডোর রহিম মাহমুদ, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মেরিটাইম কাউন্সিলর ক্যাপ্টেন কাজী এবিএম শামীম, নৌ-বানিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, বাংলাদেশ মাচের্ন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো: এনাম চৌধুরী, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: গোলাম সরওয়ার, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ প্রমুখ। প্রথমে একাডেমির কমান্ড্যান্ট (অ: দা:) ক্যাপ্টেন আই কে তৈমুরের সভাপতিত্বে আইএমও মহাসচিব বাংলাদেশ মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট (এনএমআই), মেরিন ফিশারিজ একাডেমি ও মেরিন একাডেমির ক্যাডেটদের সমন্বয়ে গার্ড অব অনার, কুচকাওয়াজ পরিদর্শন, সী-ফেয়ারার মেমোরিয়ালে পুষ্পস্থবক অর্পন, প্যাট্রেয়টিক হিলে বৃক্ষরোপন, প্রশিক্ষণ স্থাপনা পরিদর্শন করেন। দুপুরে কমান্ড্যান্ট (অ: দা:) ক্যাপ্টেন আই কে তৈমুরের সভাপতিত্বে ও এ্যাডজুটেন্ট নৌপ্রকৌশলী গোলাম মোস্তফার সঞ্চালনায় একাডেমির অডিটোরিয়ামে “একচিলেন্স ইন মেরিটাইম লিডারশীপ” শীর্ষক বাংলাদেশর মেরিটাইম শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা সভা/ব্রিফিং/উপস্থাপনা, ডব্লিউএমইউ ও আইএমএলআই গ্র্যাজুয়েট কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান ও ফিমেল ক্যাডেটদের উপস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে অফিসার্স ক্লাবে কেক কাটিং ও ভিজিটর্স বুকে স্বাক্ষর, ক্রেস্ট ও গিফট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
বক্তারা বলেন-বাংলাদেশ আইএমও এর সি ক্যাটাগরির নির্বাচনে জয় লাভ করেন। আইএমও -এর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিরাপদ সমুদ্রযাত্রা ও সমুদ্র দুষণ কমানোর লক্ষে কাজ করছে। সীফেয়ারারদের (নাবিক) অধিকার প্রতিষ্ঠা, সার্বিক নিরাপত্তা ও নতুন প্রজন্মের ক্যাডেটদের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ মেকাবেলার কলা-কৌশল শিখতে হবে। আজকের ক্যাডেটরা আগামী দিনের নৌ-সেক্টরের আলোক বর্তিকা। তারা দেশি-বিদেশী জাহাজে চাকুরী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অজর্নের পাশাপাশি বাংলাদেশকে নৌ-নেতৃত্বের মাধ্যমে আর্ন্তজাতিক পরিমন্ডলে পরিচয় করিয়ে দিবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সাজিদ হোসেন, নৌপ্রকৌশলী আতিকুর রহমান, খালিদ মাহমুদ, ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রকৌশলী হিমু বড়ুয়া, প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, নৌপ্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী, নৌপ্রকৌশলী আজিজুর রহমান, ক্যাপ্টেন মোজাহেরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ মিয়া, লে: কমান্ডার কাজী ইফতেখার হোসেন, প্রকৌশলী আবুল কালাম খান, প্রকৌশলী খায়রুল বাশার, আনোয়ারুল ইসলাম, আসাদুজ্জামান,আবু সাদত আমানুল্লাহ,গৌতম দাশগুপ্ত, জিন্নাত আরা নাছরিন, মোহাম্মদ শফিকুল আলম, কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সজল আহমেদ, মো: নিজাম উদ্দিন, আজিজুল হক, মাহমুদুল হাসান, খালেদ সালাউদ্দিন, মোস্তাফিজুর রহমান, প্রকাশ চন্দ্র দে, মোহাম্মদ নেজাম উদ্দিন, ছানাউর হোসেন ও মামুন বয়াতী প্রমুখ।
Discussion about this post