চট্টগ্রাম, ০৯ জুন, ২০২৪:
চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার কাজ শুরু করতে যাচ্ছে সৌদি আরবের রেড সি গেইটওয়ে টার্মিনাল। আগামীকাল রপ্তানি পণ্য নিতে এই টার্মিনালে প্রথম বাণিজ্যিক জাহাজ ভেড়ার কথা রয়েছে। এর মাধ্যমে টার্মিনাল পরিচালনায় প্রথমবারের মতো সক্ষমতার প্রতিযোগিতায় নামবে দেশি ও বিদেশি অপারেটররা। বন্দরে এ ধরনের প্রতিযোগিতা বাড়লে পণ্য পরিবহন খরচ যেমন কমবে, তেমনি সেবার মান ও বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।
পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য গেল বছরের ৬ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের সঙ্গে ২২ বছরের চুক্তি করে সৌদি আরবের রেড সি গেইটওয়ে। আগামীকাল মার্কস দাবাউ নামের একটি জাহাজ এই টার্মিনালে ভিড়ার কথা রয়েছে। তবে জাহাজটি শুধু রপ্তানি পণ্য বোঝাই করবে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টার্মিনালে পণ্য খালাসের গ্যান্ট্রি ক্রেন না থাকায় আপাতত শুধু রপ্তানি পণ্য পরিবহন এবং ক্রেন আছে এমন গিয়ার জাহাজ ভিড়বে টার্মিনালে। কয়েকটি জাহাজ হ্যান্ডলিংয়ের পর ভিড়বে আমদানি পণ্যবাহী জাহাজও। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরোদমে চালু হতে সময় লাগবে আরও দুই বছর।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের দুটি কনটেইনার টার্মিনাল এনসিটি ও সিসিটি পরিচালনা করছে দেশিয় অপারেটর। তাই বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত এই টার্মিনাল চালুর অপেক্ষায় আছে বন্দর ব্যবহারকারীরা। এই টার্মিনাল পরিচালনার জন্য ইতোমধ্যে নীতিমালা তৈরি করেছে এনবিআর। ব্যবহারকারীরা বলছেন, আন্তর্জাতিক অপারেটর টার্মিনাল পরিচালনায় নিযুক্ত হওয়ায় বন্দরের অন্যান্য টার্মিনাল অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতা তৈরি হবে।
এই টার্মিনাল পরিচালনায় থাকছে ভিন্নতা। জেটিতে জাহাজ ভিড়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগেই রপ্তানি পণ্য টার্মিনালে নিয়ে আসতে হবে। এতে ডিপোগুলোর ওপর চাপ কমবে। প্রাথমিক কিছু চ্যালেঞ্জ থাকলেও এ ব্যাপারে আশাবাদী বন্দর ব্যবহারকারীরা।
Discussion about this post