চট্টগ্রাম,২২ আগস্ট,২০২৪:
ফটিকছড়ির হালদা নদী ও ধুরুং খাল ভাঙন পয়েন্ট ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। তিনি ২১ আগস্ট বিকেলে উপজেলার নাজিরহাট আতাউল্লাহ পাড়া এলাকার বানবাসী ও ফটিকছড়ি পৌরসভার ধুরুং খাল ভাঙন এলাকা এবং একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশাসনকে ফটিকছড়িকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। সাথে বানবাসীদের পাশে থাকার জন্য দলীয় নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি অনুরোধ জানান এ বিএনপি নেতা। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, মহিব উল্লাহ বাহার, তাহের সিদ্দিকী, মনছুর আলম চৌধুরী, খালেদ বাবুল, যুবদল নেতা মিঞা মোশাররফুল আনোয়ার মশু, ফয়েজ তারেক, কাউন্সিলর মো.শাহজাহান, জাহাঙ্গীর আলম, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মহিউদ্দিনসহ প্রমুখ।
Discussion about this post