চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর, ২০২৪:
বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত, বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তার দায়িত্ব নিতে চাইছে না বিসিবি, যখন তিনি দক্ষিণ আফ্রিকার সাথে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা দেশের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলে টেস্ট থেকে বিদায় নিতে চাইছেন।
কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে সাকিব বলেছেন, যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান।
তবে ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডার এর রেকর্ডের অধিকারী সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই’।বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র্যা ব না – যোগ করেন তিনি।
তিনি আজ বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না।’
সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলে তিনি জানান।
তবে সাকিবের বিরুদ্ধে মামলার পর ২৭ আগস্ট বিসিবি সভাপতি বলেছিলেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব। দরকার হলে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তাও দেবে।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পদত্যাগের পর তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও তাদের দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করছেন সংক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত নাগরিক ও তাদের প্রতিপক্ষরা।
ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধেও ২২ আগস্ট মামলা হয়েছে। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাকিব আল হাসানসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। গত জানুয়ারির জাতীয় নির্বাচনে মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব।
মামলার এজাহারে বাদীর অভিযোগ, ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান।
মূলত ওই আন্দোলনকারীর মৃত্যুর ঘটনা ও এর আগে সাকিব দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি লিগ মেজর লিগ টি-টোয়েন্টি খেলে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছিলেন তিনি।
আর ২২ আগস্ট যখন মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে তখন সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে ২৪ আগস্ট লিগ্যাল নোটিশ দেয়া হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয় – সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলমের নোটিশে।
মামলায় সাকিবকে আসামি করায় স্বাভাবিকভাবেই সাকিবের জাতীয় দলের হয়ে খেলা নিয়ে প্রশ্ন উঠলেও তখন সাকিব পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে খেলছিলেন।২৪ আগস্ট বিসিবির সভাপতি সংবাদমাধ্যমকে বলেছিলেন, এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব। এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না। এই মুহূর্তে সাকিবকে উইথড্র করা সম্ভব নয়।’
অবশ্য পরে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে এক ঐতিহাসিক জয় লাভ করে। পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ২৪ বছরে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সাকিব আল হাসান ৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তান দলের।দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।
এরপর ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ –ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।দ্বিতীয় ম্যাচ চলছে কা্নপুরে।
তবে বাংলাদেশে না হলেও ভারতের কানপুরে সাকিব আল হাসানকে তার শেষ টেস্ট ম্যাচ হিসাবে বিশেষ সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীভাস্তভ সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সাকিব শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। যাকে ঘটা করে বিদায় দিতে, ইতোমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।
যদিও সাকিবের বিরুদ্ধে মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’
তবে সাকিব প্রসঙ্গে ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আমিনুলের মতো এই ভোগান্তি সাকিবের যাতে ভোগান্তি না হয়, সেটা খেয়াল রাখা হবে, তিনি বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমাদের…আমরা যতটুকু বলার, বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানেই তো গ্রেপ্তার না। আমার বিশ্বাস, আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার না করতে যায়। আমি আশা করি, সাকিব গ্রেপ্তার হবে না। আমি যত দূর জানি আমাদের পুলিশ বাহিনীকে বলা আছে যে অ্যাপারেন্টলি অবিশ্বাস্য কিছু হলে, যতটা পারা যায় আইনের মধ্যে থেকে রিস্টেইন বজায় রাখার জন্য।’
তবে বিসিবির সভাপতি যা বলেছেন তার মধ্যে গতকাল সাকিব সম্পর্কে আবদুর রাজ্জাক বলেছেন, রাজ্জাকের মতে, ‘সাকিবের মত খেলোয়াড় আমাদের বাংলাদেশে আবার কবে আসবে, আদৌ আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা আশা করবো আরও আসবে এরকম খেলোয়াড়। কিন্তু এরকম খেলোয়াড় আল্লাহর তরফ থেকে আসে।’
সাকিবের অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ, বর্তমানে বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নাই সাকিব একজন দুর্দান্ত খেলোয়াড়।রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের দেশে ফেরা এখন অনেক কিছুর ওপর নির্ভর করছে। তাছাড়া তার বিরুদ্ধে হত্যা মামলাও আছে।সাকিব দেশে এসে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে পারলেও প্রয়োজনে দেশ ত্যাগ করতে পারবেন- তার কোনো গ্যারান্টি নেই। সাকিবের শেষ সময়ে এসে মানুষ যেন ওকে আর খলনায়ক না বানায়।’
তবে হুট করে সাকিবের অবসরের এমন খবরে হতাশ বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এটা নিয়ে আমি সিরিয়াসলি হতাশ, কমপক্ষে আগামী দুই বছর আমরা তাকে ক্যারি করতে পারতাম।’
টেস্ট ও টি টোয়েন্টি থেকে নয়, আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন একই সাথে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জনকারী সাকিব আল হাসান।
Discussion about this post