চট্টগ্রাম, ১৪ নভেম্বর,২০২১, চট্টগ্রাম:
আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্যের আলোকে এ বছর দিবসটি পালন করা হচ্ছে। এই উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল হাসপাতালের সভাকক্ষে রোগী ও সুধী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, ডায়াবেটিস থেকে বাঁচতে জীবনাচার পাল্টাতে হবে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও যথাযথ নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য শৃঙ্খলা যেমন মানতে হবে তেমনি এই নগরকে বসবাসযোগ্য নগরী হিসাবে গড়তে নাগরিক শৃঙ্খলা মানতে হবে। শহরের যত্ন নিলে নাগরিক জীবন সুন্দর হবে, স্বাস্থ্যের যত্ন নিলে নিজেরা সুস্থ থাকতে পারবেন।
তিনি বলেন,চট্টগ্রাম একটি ঐতিহাসিক শহর। বিপ্লবী ও আধ্যাত্মিকদের পুরুষদের জন্মভূমি। আমরা অনর্থক এই শহরকে ধ্বংস করছি। এই ঐতিহাসিক নগরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা শুধু মেয়রের দায়িত্ব নয়। আপনাদেরও দায়িত্ব। কিন্তু নানাভাবে আমরা আমাদের শহরকে ধ্বংস করছি।
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি এস এম শওকত হোসেন,আবিদা মোস্তফা, চসিক কাউন্সিলর শৈবাল দাস, সমিতির সদস্য অধ্যাপক মাসুম চৌধুরী, রোগী ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম সহ সমিতির কর্মকর্তা বৃন্দ। সমাবেশের আগে ডায়াবেটিস দিবসের একটি শোভাযাত্রা হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে।
Discussion about this post