চট্টগ্রাম,১৮ মার্চ, ২০২৫:
সিভাসু যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সার্বিক সহযোগিতায় গত ১৩, ১৪ মার্চ দুই দিনব্যাপী রেড ক্রস-রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত
হয়, যেখানে ৩০ জন শিক্ষার্থী হাতে-কলমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মইনুল ইসলাম, প্রাক্তন যুব উপ-প্রধান-১, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম, সাইদুর রহমান শাকিব, উপ-প্রধান, তহবিল সংগ্রহ বিভাগ, জাহিদুল ইসলাম জিসান, মুক্তদল সদস্য,
চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট, অরিন্দম চৌধুরী, মুক্তদল সদস্য। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের পর সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম
তামজীদ এবং প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড.
মোহাম্মদ রাশেদুল আলম। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রাথমিক চিকিৎসা কৌশল যেমন- দুর্ঘটনার প্রাথমিক সেবা, রক্তপাত নিয়ন্ত্রণ, কার্ডিওপালমোনারি রিসাসিটেশ, অজ্ঞান ব্যক্তির সেবা এবং
অন্যান্য জরুরি সেবার কৌশল রপ্ত করেন। বিজ্ঞপ্তি
Discussion about this post