চট্টগ্রাম,২১ মার্চ,২০২৫:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, দেশে এখন চরম বিশৃঙ্খল পরিবেশ বিরাজমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন ও দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টির মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের বুলি আউরিয়েও তা নিরসনে সফল হচ্ছে না। এ কথা সত্য যে অনির্বাচিত সরকার কোন দিন একটা দেশের সফলতা বয়ে আনতে পারে না। এ অরাজকতা থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত জনপ্রতিনিধির নিকট ক্ষমতা স্থনান্তর করা।
২১মার্চ বিকালে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শেখ মহিউদ্দিন আরও বলেন , দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের খুন ও গুমসহ নানা ধরনের দেশবিরোধি কর্মকাণ্ডে দেশের মানুষ অনেকটা আইয়ামে জাহেলিয়াতের যুগে বসবাস করে আসছিল। এখন জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেশের সকল অপকর্ম থেকে দেশবাসীকে মুক্ত করতে চাই। মনে রাখতে হবে, বিএনপির হাতেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য জসীমউদ্দীন আব্দুল্লাহর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন- পৌরসভার সাবেক প্যানেল মেয়র, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য নওয়াব মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এড.এরশাদুর রহমান রিটু, জেলা বিএনপি নেতা শেখ জামাল হোসেন, অধ্যাপক রমজান আলী, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চট্রগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা আবু তাহের, সরওয়ার কামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, ফেরদৌস সিকদার ও এড.হাফেজুল ইসলাম মানিক।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- ছৈয়দ নূর সিকদার, খোরশেদুল আলম, নুরুল আবচার, আবদুল গফুর, আবুল কাশেম, ওসমান আলী, মাহাফুজ আলম, জাফর, হাছান আলী, জোনাইদুল হক চৌধুরী মকসুদ, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল আবছার, গিয়াস উদ্দীন, শওকত মাহমুদ বাপ্পী, মোহাম্মদ আরিফ ও মো. সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি
ছবি:সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক শেখ মহিউদ্দিন।
Discussion about this post