চট্টগ্রাম, ২৬ মার্চ ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ায় সন্দেহভাজন এক যুবককে আটকের পর পুলিশ তার কাছ থেকে ১০০০ ইয়াবা উদ্ধার করেছে। যা তার পেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ছিল।
২৫ মার্চ, মঙ্গলবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটের ভেতর ইয়াবা আছে বলে স্বীকার করেন।
গ্রেপ্তারকৃত মো. জসিম উদ্দিন (২৬) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্চর পাড়ার বাসিন্দা হোসেন আলীর ছেলে ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার উপ পরিদর্শক মং থোয়াই হ্লা চাকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এক যুবককে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর পুলিশ ওই যুবককে থানায় নিয়ে বিশেষ কৌশলে যুবকের পেট থেকে ইয়াবাগুলো বের করেন।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম গ্রেপ্তারকৃত জসিম পেশাদার ইয়াবা কারবারি বলে জানান। কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়ে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে থানায় মামলা করা হয় এবং আজ বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post