চট্টগ্রাম, ১০ ডিসেম্বর, ২০২১ :
‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ প্রতিপাদ্যের আলোকে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন হয়েছে আজকে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাহবুব হোসেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার আকবর হোসেনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার এ কে মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, নারী উদ্যোক্তা আবিদা মোস্তফা, সর্বচ্চো ভ্যাটদাতার পক্ষে পদ্মা এলপিজির চেয়ারম্যান আবদুর রাজ্জাক সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, ভ্যাটের ডিিজিটাল সংস্করনগুলো আমাদের উপকার হচ্ছে। তা ভ্যাট লেনদেন প্রক্রিয়াকে সহজ করেছে।
অনলাইনে ইএফডিতে কর ফাঁকি দেয়া প্রায় অসম্ভব। এর মাধ্যমে আমাদের মধ্যম আয়ের দেশ হিসাবে পরিণত হবার পথ সুগম হবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ ভ্যাট প্রদান কার্যক্রমকে আরো সহজ ও ভ্যাটদাতাদের ভীতি দূর করতে আরো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে সর্ব্বোচ্চ ভ্যাটদাতা ৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।