৩০ ডিসেম্বর, ২০২১ :
বাংলাদেশে নতুন প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী। ৬৭ বছর পূর্ণ হওয়ায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতি পদে হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই খবর দিয়েছে।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদেও ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। শপথ গ্রহণের পর থেকে এই নিয়োগ কার্যকর হবে। শুক্রবার বিকাল চারটায় গণবভনে রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ পড়াবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো জয়নাল আবেদীন এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
এর আগে আপিল বিভাগের বিচারক ছিলেন হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতির এই নিয়োগ দানের মধ্য দিয়ে হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩ তম প্রধান বিচারপতি হলেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুস্টিয়া জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে আবদুল গফুর মোল্লা ও নূরজাহান বেগম দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন । ১৯৭২ সালে তিনি খোকসা জানিপুর পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স পাস করার পর তিনি ধানমন্ডি ল কলেজ থেকে এলএলবি পাস করেন। ১৯৮১ সালে তিনি আইন পেশায় যোগ দেন।
হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ১১ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০৯ সালের ২৫ মার্চ। আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০১৩ সালের মার্চে। তিনি প্রধান আইন উপদেষ্টা হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন। ছিলেন সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তার বিচারক পদের মেয়াদ।
Discussion about this post