১ ডিসেম্বর, ২০২২ :
করোনার সংক্রমণ ১ শতাংশের নিচে নামার পর আবার করোনা সংক্রমণ বাড়ছে। আজ আক্রান্তের সংখ্যা কম হলেও আক্রান্তের হার ছিল ২.৪৩%। ১৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষায় আক্রান্ত ছিল ৩৭০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল- ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন, আর করোনায় মোট মৃত্যু ২৮ হাজার ৭৬ জন।
গতকাল ৩১ ডিসেম্বর করোনা আক্রান্তদের মধে তিনজনের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত ওমিক্রন ধরা পড়েছে ১০ জনের। আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর তা পৃথিবীর বহু দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও প্রথম ওমিক্রন আক্রান্ত ধরা পড়ে জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে। তাদের আক্রান্ত হবার খবর গত ১১ ডিসেম্বর সরকারিভাবে জানানো হয়। এরপর ২৭ ও ২৮ ডিসেম্বর যথাক্রমে ১ জন ও চার জনের শরীরে করোনা ধরা পড়ে।
বাংলাদেশে যারা ওমিক্রন আক্রান্ত হয়েছে তাদের সকলের সম্প্রতি বিদেশ ভ্রমণের রেকর্ড আছে।
গত বছর ৩১ ডিসেম্বর অর্থাৎ গতকাল প্রকাশিত সর্বশেষ ফলাফলে ১৮ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষায় ৫১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছে ২ জন। অর্থাৎ শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৪। এর আগের দিন ৭ জন মৃত্যু এবং ৫০৯ জন আক্রান্ত হয়েছিল। আক্রান্তের হার ছিল ২.২৫%।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগাক্রান্ত সুস্থ হয়েছেন ২০৩ জন, মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।
অন্যদিকে বিশ্বে করোনায় ৫৪ লাখ ৩৮ হাজার মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৮ কোটি ৮২ লাখের বেশি।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যেখানে কোনো করোনাক্রান্তের মৃত্যু হয়নি, যা ইংরেজি বছরের প্রথম দিনে চট্টগ্রামে জন্য একটি সুখবর।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করার পর আক্রান্তের হার দাঁড়ায় দশমিক ৬০%। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৪২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩২ জনের।
Discussion about this post