চট্টগ্রাম, ১১ জুলাই ২০২৫:
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “আন্তর্জাতিক পরিবেশ নীতি, সবুজ শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ প্রশিক্ষণ ২০২৫” শীর্ষক একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি।
সিভাসু ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন অনুষদের ৬৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশেদুল আলম, পরিচালক, ছাত্রকল্যাণ সিভাসু।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের অভিজ্ঞ প্রশিক্ষকেরা, যারা জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নেতৃত্ব এবং পরিবেশগত যোগাযোগ নিয়ে কার্যকর প্রশিক্ষণ দেন।
এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে শিশু উল্লাস সংস্থা ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুল।
অনুষ্ঠানে ছিল দলীয় কাজ, ব্রেন স্ট্রমিং সেশন, বক্তৃতা প্রতিযোগিতা এবং বাস্তবভিত্তিক পরিবেশ সচেতনতা কার্যক্রম।
প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন- বিনা বাই (পাকিস্তান) – প্রশিক্ষক, ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুল, নাসরিন নদিরি (আফগানিস্তান) – প্রশিক্ষক, ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুল, মো. আবির আল হাসনায়ে (বাংলাদেশ) – চট্টগ্রাম জেলা প্রশিক্ষক, শিশু উল্লাস, নারগিস আক্তার (বাংলাদেশ) – সিনিয়র গবেষক ও প্রশিক্ষক, শিশু উল্লাস, এম. এ. মাহমুদ ইয়ামিন (বাংলাদেশ) – প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, শিশু উল্লাস সংস্থা।
প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীকে আন্তর্জাতিক সনদপত্র প্রদান করা হয়।
সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভবিষ্যৎ প্রশিক্ষক এবং নির্বাহী সদস্য হিসেবে কাজের সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনায় ছিল রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব সিভাসু-এর প্রেসিডেন্ট রোটার্যাক্টর স্বপ্নীল মাহমুদ ও উপস্থাপনায় ছিলেন সেক্রেটারি রোটারেক্টর আফসানা আহমেদ মাধবী।
আয়োজনটি সিভাসু রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে তরুণদের নেতৃত্ব, সচেতনতা ও আন্তর্জাতিক অংশগ্রহণের এক অনন্য দৃষ্টান্ত বলে অতিথিবৃন্দ অভিমত ব্যক্ত করেন।
ছবি: সিভাসুতে আন্তর্জাতিক পরিবেশ নীতি, সবুজ শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ প্রশিক্ষণে প্রধান অতিথি প্রফেসর ড. রাশেদুল আলম সহ প্রশিক্ষকবৃন্দ ও অন্যান্য অংশগ্রহণকারীরা।