চট্টগ্রাম, ২৯ অক্টোবর,২০২৫:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে চট্টগ্রামের ১৬টি আসনে ৬০ জনের বেশি নেতা বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশি। যারা জেলা ও কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে নেতৃত্বে আছেন। দলের সিনিয়র-জুনিয়র পদের নেতা যেমন আছেন, তেমনি আছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সহ ৫ জন মনোনয়ন প্রত্যাশি।
চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম -১১ আসনে হেভিওয়েট প্রার্থী হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির মনোনয়ন পাবার সম্ভাবনির কথা শুনা যাচ্ছে। তবে চট্টগ্রাম ১১ আসনে বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী সহ ৩ জন।
এছাড়া চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর নাম শোনা যাচ্ছে। তার মনোনয়ন সেখানে প্রায় নিশ্চিত। তবে তার মনোনয়ন প্রত্যাশি হচ্ছে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে- সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী , দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান আশিক সহ মোট ৫ জন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক কাদের গণি চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সরোয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ছালাউদ্দিন এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়ন প্রত্যাশি হিসেবে সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, উত্তর জেলা
বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুল রহমান ভূঁইয়া মিল্টন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আবু তাহের, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল আলম তেনজিন, বিএনপি নেতা মোস্তাফা কামাল পাশা এবং ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সালের নাম শোনা যাচ্ছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক এবং সাবেক হুইপ ও সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি হচ্ছে বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং উত্তর জেলা বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন সিকদার।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্যসচিব আবু আহমেদ হাসনাত।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও, বোয়ালখালী ও পাঁচলাইশ-আংশিক) আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোস্তাক আহমেদ খান।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র থাকলেও ডা. শাহাদাত হোসেনও মনোনয়ন প্রত্যাশি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম এবং নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেলের নামও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছে।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এমপি গাজী মো. শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম মামুন মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী আব্বাস এবং সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ধানের শীষের মনোনয়ন চাইছেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া-আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী এবং এবং বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী মনোনয়ন প্রত্যাশি।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া): দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মনোনয়ন প্রত্যাশি।








