চট্টগ্রাম, ৭ নভেম্বর, ২০২৫:
২০১৯ সালের ১২ জানুয়ারিতে মহাকাশ গবেষণার ইতিহাসে এক অনন্য অধ্যায় যুক্ত হয়। চীনের ‘চাং’ই-৪’ (Chang’e-4) মহাকাশযান প্রথমবারের মতো চাঁদের অদৃশ্য পৃষ্ঠে (far side of the Moon) সফলভাবে অবতরণ করে। শুধু অবতরণ নয়, এই মিশনের অংশ হিসেবে চীন একটি ক্ষুদ্র জীবমণ্ডল (mini biosphere) পরীক্ষার উদ্যোগ নেয়—যা ছিল এক অভিনব বৈজ্ঞানিক প্রচেষ্টা।
এ পরীক্ষায় একটি ছোট ধাতব পাত্রে রাখা হয়েছিল ছয় ধরনের জীব উপাদান—তুলা, আলু ও আরবিডপসিস উদ্ভিদের বীজ, ইস্ট, রেপসিড এবং ফলের মাছির ডিম। পাত্রটিতে ছিল নিয়ন্ত্রিত বাতাস, পানি, আলো ও তাপমাত্রা ব্যবস্থা, যেন পৃথিবীর মতো পরিবেশে তারা অল্প সময়ের জন্য হলেও বাঁচতে পারে।
চাঁদে অবতরণের পর কিছু সময়ের মধ্যেই তুলা বীজ অঙ্কুরিত হয়। এটি ছিল মানব ইতিহাসে প্রথম উদ্ভিদ যা চাঁদের মাটিতে জন্ম নিলো। এই ক্ষুদ্র অঙ্কুর ছিল পৃথিবীর জীবনশক্তির প্রতীক, যা দূর চাঁদের মাটিতে নিজের অস্তিত্ব ঘোষণা করেছিল।
তবে চাঁদের রাত নেমে আসার পর তাপমাত্রা নেমে যায় প্রায় -১৭০ ডিগ্রি সেলসিয়াসে(মতান্তরে১৯০), ফলে অঙ্কুরটি মারা যায়। কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনের মধ্য দিয়েই প্রমাণ মিলেছে—যথাযথ প্রযুক্তিগত নিয়ন্ত্রণের মাধ্যমে চাঁদের মতো কঠিন পরিবেশেও জীবনের অঙ্কুরোদ্গম সম্ভব।
মানবজাতি হয়তো এখনও চাঁদে গাছ লাগানোর স্বপ্ন থেকে অনেক দূরে, কিন্তু চাং’ই-৪ মিশনের এই সাফল্য ভবিষ্যতের চন্দ্র উপনিবেশ, খাদ্য উৎপাদন ব্যবস্থা ও মহাকাশে টেকসই মানবজীবন গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
চীনের সরকারি হিসাব অনুযায়ী:
চাং’ই–৪ মিশনের মোট ব্যয় ছিল আনুমানিক ২৮০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২,৯০০ কোটি চীনা ইউয়ান (CNY) বা বাংলাদেশি টাকায় আনুমানিক ৩,২০০ কোটি টাকার বেশি (তৎকালীন মূল্যে)।
তুলা বীজ পরীক্ষার নির্দিষ্ট অংশের ব্যয়
এই পুরো ব্যয়ের মধ্যে “Lunar Micro Ecosystem” (যেখানে তুলা বীজ অঙ্কুরিত হয়েছিল) অংশটি খুব ছোট ছিল।
এই ক্ষুদ্র জীবমণ্ডলটি তৈরি করেছিল চংকিং বিশ্ববিদ্যালয় (Chongqing University)–এর একদল বিজ্ঞানী ও শিক্ষার্থী।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী কন্টেইনারের ওজন ছিল মাত্র ৩ কিলোগ্রাম, এতে ব্যবহৃত প্রযুক্তি, সেন্সর, আলো ব্যবস্থা, এবং জীবনরক্ষাকারী পরিবেশ তৈরির জন্য ব্যয় হয়েছিল প্রায় ১.৫ মিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ২ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার।
ঘটনাক্রম সংক্ষেপে:
৩ জানুয়ারি ২০১৯ চীনের চাং’ই–৪ মহাকাশযান চাঁদের অদৃশ্য পৃষ্ঠে (Von Kármán crater) সফলভাবে অবতরণ করে।
৭–১১ জানুয়ারি ২০১৯মহাকাশযানের জীবমণ্ডল (biosphere) সক্রিয় করা হয়; তাপমাত্রা ও আলো নিয়ন্ত্রণের পরীক্ষা চলে।
১২ জানুয়ারি ২০১৯তুলা বীজ অঙ্কুরোদ্গম করে — এটি মানব ইতিহাসে প্রথম উদ্ভিদ যা চাঁদে জন্ম নেয়।
১৬ জানুয়ারি ২০১৯ চাঁদের রাত নেমে আসে; তাপমাত্রা -১৭০°C এ নেমে গেলে অঙ্কুরটি মারা যায়।
অর্থাৎ, ১২ জানুয়ারি ২০১৯-এই পৃথিবীর জীবনের প্রথম চারা চাঁদের মাটিতে মাথা তোলে।








