চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর, ২০২২:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের নানা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়ার মধ্যে ভাইরাসটির আরও নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। তিনি বলেছেন, করোনার মহামারি বিশ্বের কোথাও শেষ হয়ে যায়নি। নতুন ধরন আসতে পারে। ওমিক্রনের প্রকোপও বাড়ছে।
তিনি এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ওমিক্রনের সংক্রমণকে মৃদু উপসর্গ মনে করার কোনো কারণ নেই। ওমিক্রনকে হালাকাভাবে নিলে তার ফলঅফল মারাত্মক হবে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের হার ও রোগীদের হিসাব থেকে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন।
তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্তনি ফাউচি সংক্রামক করোনা ভাইরাস সম্পর্কে আশার বাণি শুনিয়েছেন। তিনি বলেছেন, চলমান করোনাভাইরাস মহামারি পর্ব সাধারণ রোগের স্তরে নেমে আসতে পারে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের সময় এখনও আসেনি। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টটির সংক্রমণ মাত্র বেশি হলেও তার আগের ধরনগুলোর মত ততটা বেশি ঝুঁকি সৃষ্টি করতে পারছে না।
এদিকে টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ওমিক্রনে আক্রন্ত রোগীর অসুস্থতা কম হলেও এটি বিপদজনক। কারণ বিশ্বের বহু মানুষ টিকা নেয়নি। এর মধ্যে আফ্রিকার ৮৫ শতাংশ মানুষ করোনার এক ডোজ টিকাও পাননি। করোনা আক্রান্ত যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগ টিকা নেননি। করোনার টিকা মৃত্যু রোধ করতে পারলেও এটির সংক্রমণ প্রতিরোধে পূর্ণ সক্ষমতা নেই।
এ প্রেক্ষিতে তিনি বলেছেন, সংক্রমণ যত ছড়িয়ে পড়বে হাসপাতালে ভর্তি, মৃত্যু ও ঘরবন্দি েমানুষের সংখ্যাও তত বাড়বে। এতে ওমিক্রনের চেয়ে আরও বেশি মাত্রায় করোনার অন্য কোনো ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। সূত্র: সংবাদমাধ্যম