চট্টগ্রাম, ০৩ ফেব্রুয়ারি, ২০২২ :
১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলাপিজি) সিলিন্ডারের দাম ৬২ টাকা করে বেড়েছে। বাংলাদেশ এনার্জি কমিশন(বিইআরসি) আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। এতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিরিন্ডারের দাম পড়ওে ১ হাজার ২৪০ টাকা। এর আগে এলপিজির দাম ছিল ১হাজার ১৭৮ টাকা। যা জানুয়ারি মাসে এর আগের দামের থেকে ৫০ টাকা কমানো হয়েছিল।
এর আগে ২০২১ সালে টানা ৫ বার এলপিজির দাম বাড়ানো হয়েছিল। গত ৩ ডিসেম্বর বাড়তি দাম কমিয়ে ২২৮ টাকা করা হয়েছিল। যা আগে দাম ছিল ১ হাজার তিন শ তের টাকা। এরপর জানুয়ারি মাসে আরও ৫০ টাকা কমানো হয়েছিল।
বাড়তি দামের ব্যাপারে বিজ্ঞপ্তিতে বিইআরসির জানিয়েছে, মূসক ব্যতীত মূল্য বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে)প্রতি কেজি ৯৬ দশমিক ৮৬ টাকা। মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ দশমিক ৩৪ টাকায় সমন্বয় করা হয়েছে। যে কারণে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য দাঁড়াচ্ছে রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে এক হাজার ২৪০ টাকা। খবর সংবাদ মাধ্যম।
Discussion about this post