চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি, ২০২২ :
যানজট সৃষ্টির জন্য দায়ী রাস্তার উপর রাখা বিভিন্ন গাড়ি বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। গত রবিবার থেকে কোতোয়ালির বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়।
গতকাল বুধবারও নগরীর কোতোয়ালী থানাধীন জিপিও, নিউমার্কেট চত্বর, আমতল ও তিনপোল এলাকায় অভিযান পরিচালনার নির্দেশ দেন ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন।
রাস্তায় প্রতিবন্ধকতা ও যানজট ঠেকাতে অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালি এলাকার ট্রাফিক পরিদর্শক মো. মশিউর রহমান। যেসব গাড়ির মালিককে পাওয়া গেছে সেসব গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান করা হয়েছে। আর যেসব গাড়ির মালিক পাওয়া যায়নি, সেসব গাড়িগুলোকে ট্রাকে করে ড্যাম্পিংয়ে পাঠানো হয়েছে।
ট্রাফিক অফিস সূত্রে জানা গেছে, অভিযানে গত তিনদিনে ১৩টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৪৫টি পরিত্যক্ত গাড়িকে আটক করে ড্যাম্পিংয়ে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত বলেও জানানো হয়।
বাইক ব্যবহারকারী মো. মিজানুর রহমান বলেন, পাঁচ মিনিটের জন্য আমি সিডিএ মার্কেট এসেছিলাম। কাজ শেষ করে যখন বের হই, দেখি আমার মোটরসাইকেল নেই। পরে পার্শ্ববর্তী এক দোকানি বলেন, আমার মোটরসাইকেল সদরঘাট ড্যাম্পিংয়ে নিয়ে গেছে। আমাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হয়। এখন আমরা যদি একটা সুষ্ঠু পার্কিং ব্যবস্থা পেতাম তবে আমরা রাস্তার ধারে মোটরসাইকেল পার্ক করতাম না। দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু রাস্তার উপর থেকে দোকানিদেরকে না সরিয়ে আমাদের মোটর সাইকেলগুলোকে নিয়ে যাবে কেন? আইন তো সবার জন্য সমান হওয়া দরকার।
ট্রাফিক দক্ষিণ বিভাগের পরিদর্শক (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, রাস্তার উপর অবৈধভাবে পার্ক করা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের বিভাগ থেকে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি ঠেকানো ও যানজট মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন জানান. রাস্তায় ভ্যান, মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি পার্কিং করার কারণে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা। যানজট ও ভোগান্তি কমাতে আমরা অভিযান পরিচালনা করেছি।
Discussion about this post