চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি, ২০২২:
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে চারপাশে আলোচনা হচ্ছে। গোটা বিশ্বব্যাপি। তবে ইউক্রেনকে দখলের সম্ভাবনার চেয়েও আমেরিকা ও রাশিয়ার স্নায়ুযুদ্ধটা এখন চারপাশে আতঙ্ক তৈরি করেছে। রাশিয়ার অস্ত্র সজ্জায় মনে হচ্ছে যুদ্ধ থেকে বেশি দূরে নয় বিশ্ববাসী। রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন দখল থেকে সূত্রপাত হলেও এটা যে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের রণপ্রস্তুতি চলছে- মানুষের আলোচনাই সেটাই প্রকাশ পাচ্ছে। আর দুই পক্ষের যুদ্ধংদেহি মনোভাব দেখে মিডিয়া খবরের পাশাপাশি যে বিশ্লেষণ তুলে ধরছে তাতে যুদ্ধ থেকে বেশি দূরে নয় পৃথিবী।
যদিও রাশিয়া বলছে – তারা তাদের নিয়মিত মহড়া চালাচ্ছে। ইউক্রেনে অভিযান চালানোর কোনো ইচ্ছা তাদের নেই। আবার এও বলছে রাশিয়াকে যুদ্ধ জড়ানোর জন্য উস্কানি দিচ্ছে আমেরিকা।
এর মধ্যে যুদ্ধের আশঙ্কা বেড়েছে -ইউক্রেইনের দক্ষিণের আজভ ও কৃষ্ণ সাগরে নৌমহড়ার নামে বিপুল সমর শক্তি জড়ো করেছে রাশিয়া, বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার নামে। এর আগে গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র খবর দেয়, ইউক্রেইন সীমান্তে লাখ খানেক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া; যে কোনো সময় আগ্রাসন চালানোই তাদের উদ্দেশ্য।
এমন উদ্বেগ-উৎকণ্ঠা-আলোচনার মধ্যেই বেলারুশের সঙ্গে ১০ দিনের যৌথ সামরিক মহড়ায় নেমেছে রাশিয়া। তার প্রস্তুতিতে রুশ বাহিনী আজভ সাগর পুরোপুরি অবরোধ করে রেখেছে এবং কৃষ্ণসাগরে প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী মইত্রো কুলেবা।
ইউক্রেন বলছে যে বিশাল এলাকা জুড়ে সামরিক মহড়া চলছে তা নজিরবিহীন। এতে সাগর দুটিতে জাহাজ চলাচল অসম্ভব হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইউক্রেইনের সীমান্তের বেশ কয়েকজায়গায় বিপুল সৈন্য সমাবেশ করেছে রাশিয়া। এছাড়া
ক্রিমিয়ার সিমফারোপোল শহরের উত্তরে অকতায়েবরোস্কয়ে বিমানঘাঁটিতেও ব্যাপক নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে। যেখানে সেনা তাঁবু সহ নানা যুদ্ধ প্রস্তুতি দেখা গেছে।
এদিকে রাশিয়াকে সামলাতে সর্বশেষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৪০ মিনিট কথা বলেছেন টেলিফোনে। সেখানে পুতিন রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে আমেরিকা ও ন্যাটো কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অসেন্তোষের কথা প্রকাশ করেন। এর আগেও ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে কথা বলেছিলেন।
আজ শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন।
এর আগে ইউক্রেইনে হামলা চালালে রাশিয়ার করুণ পরিণতি হবে বলে হুঙ্কার ছাড়লেও সুর বদল করেছে পশ্চিমা বিশ্ব ও আমেরিকা। যে ইউক্রেইনের এখন সঙ্কটজনক পরিস্থিতি বিরাজ করছে। যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা তাদের সকল প্রতিনিধিদের দেশে ফিরে আসার জন্য বলেছেন। তবে পুতিনের ইউক্রেইন আক্রমণের আশঙ্কায় আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। খবর ও ছবি: অনলাইন মাধ্যম থেকে সংগৃহীত
Discussion about this post