চট্টগ্রাম, ১ মার্চ, ২০২২:
শুরু হচ্ছে প্রাথমিকের ছাত্রছাত্রীদের সশরীরে ক্লাশ। কাল থেকে প্রতিদিন খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়। প্রাক প্রাথমিকের ছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাশ নিয়মিত চলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।
এদিকে ১৯ জুন থেকে এসএসসি এবং ২২ অগাস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ ব্যাপারে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সর্বশেষ করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে গত ২১ জানুয়ারি সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। তার প্রায় দেড়মাস পর কাল থেকে শুরু হবে প্রাথমিকের ছাত্রছাত্রীদের ক্লাশ।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ প্রথম শিক্ষা প্রতিষ্ঠান প্রথম বন্ধ ঘোষণা করা হয়েছিল। এতে প্রায় ১৮ মাস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান।
গত ২১ জানুয়ারি সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর সংক্রমণ কমায় গত ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু করা হয়। তখন ২মার্চ থেকে প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস শুরু করার কথা জানানো হয়েছিল।
এর মধ্যে দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যদিকে টিকা গ্রহণ ও মানুষের মধ্যে ইমিউনিটি তৈরি হওয়ায় বিশ্বব্যাপি করোনা সংক্রমণের মাত্রা কমে গেছে। তবে ১২ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের টিকা দেওয়াশুরু হলেও এখন প্রাথমিকের শিক্ষার্থীরা টিকার আওতায় আসেনি।
যে কারণে করোনা সংক্রমণ কমে আসায় বিদ্যালয় খোলার একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়েছে।
তবে টিকা না দেওয়া কোনো শিক্ষক বিদ্যালয়ে যেতে পারবেন না। আর ছাত্রছাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক থাকেবে। অন্যদিকে শিক্ষার্থীদের অভিভাবদের বিদ্যালয়ে না যাওয়ার জন্য রিুৎসাহিত করা হয়েছে।
কাল বুধবার ক্লাশ শুরুর পর থেকে ২০ রমজান পর্যন্ত ক্লাশ চলবে।
এদিকে ১৯ জুন থেকে এসএসসি এবং ২২ অগাস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরুর ঘোষণার সাথে সাথে ফরম পূরণের সম্ভাব্য তারিখ, বিষয়সমূহ, মানবন্টনও বিষয়েও জানানো হয়েছে।