চট্টগ্রাম,৭ মার্চ,২০২২:
দেশে ভোজ্য তেল হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত সয়াবিন তেলের দামের ঊর্ধ্বগতির সাথে কোথাও কোথাও তেল পাওয়া না যাওয়ার কথাও শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে সয়াবিন তেলের ব্যবসার সাথে জড়িতদের অসাধু উদ্দেশ্যকে দায়ী করা হচ্ছে। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে একই ইঙ্গিত করা হয়েছে।
চাহিদার তুলনায় সয়াবিন তেল পাওয়া না যাওয়ার কথা বাণিজ্য মন্ত্রণালয়ও স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। মিলার, আমদানিকারক কোম্পানি, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেট তেল মজুদ করে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার কথা জানিয়েছে তারা। আন্তর্জাতিক বাজারে আরো তেলের দাম বাড়বে এই উদ্দেশ্যে তারা বাজারে তেল ছাড়ছে না।
এদিকে গত রবিবার বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবির।
আজ সোমবার রিটকারীর আবেদন শুনে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান বলেন, সয়াবিনে তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত। রিট আবেদনটি নির্ভুল করে মঙ্গলবার নিয়ে আসুন। আমরা শুনব। রিটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিস্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
সয়াবিন তেল নিয়ে বিভিন্ন পর্যায় থেকে আলোচনা সমালোচনার মধ্যে এফবিসিসিআই আয়োজিত এক সভায় আজ সোমবার অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেন, যে পরিমাণ তেল আছে তাতে রমজান পর্যন্ত ভালোভাবে চলবে। তারা কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানান। কিন্তু তারা তিন মাস ভ্যাট প্রত্যাহারের কথা কোন যুক্তিতে বলেছেন তা জানাননি।
বর্তমানে সরকার নির্ধারিত সয়াবিন তেলের দাম বোতল প্রতি লিটার ১৬৮ টাকা, আর খোলা তেল ১৪৩ টাকায় বিক্রির কথা থাকলেও তার বদলে ডিলার এবং মিলাররা কেজি প্রতি আরো ১২ টাকা বাড়ানোর দাবি করে তারা। কিন্তু সরকার সামনে রমজান মাসের কথা চিন্তা তাদের দাবিতে সায় দেয়নি।
সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে সয়াবিন তেলের বাড়লেও তা দুইমাস সময় লাগবে। কিন্তু এখন তেলের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। এজন্য মজুদদারি বন্ধে কিছু কিছু জায়গায় অভিযান শুরু করেছে।
এদিকে সয়াবিন তেলের ব্যবসায়ীদের কাছ থেকে তেলের আমদানি, বিক্রি এবং মজুদের তথ্য চেয়েছে সোমবারের মধ্যে।ছবি: সংগৃহীত
Discussion about this post