চট্টগ্রাম, ৮ মার্চ,২০২২:
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। হাইকোর্ট আন্তর্জাতিক নারী দিবসে নারী আইনজীবীদের সম্মান জানিয়ে মামলা শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ এ অগ্রাধিকার দেন।
অন্যদিকে সর্বক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চাকরি, সামাজিক অবস্থান ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্ম-বর্ণের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলটি জারি করেন। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল জাকির হোসেন ।
আইন মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এমন রুল জারি করেন। সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী এটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিশ্বব্যাপী নারী দিবস পালিত হচ্ছে। তাই এই দিবসে নারীদের প্রতি সম্মান প্রর্দশন করে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন।
অন্যদিকে মামলা শুনানির ক্ষেত্রে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ মামলা শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদেও অগ্রাধিকার দেন। ওই বেঞ্চে প্রথমার্ধের কার্যক্রমের পুরো সময় জুড়ে নারী আইনজীবীরা শুনানিতে ছিলেন। শুনানির সময় আদালত পুরুষ আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনারা পরে। আজ নারী আইনজীবীরা আগে। তাদের শেষ হলে যদি সময় থাকে তখন আপনাদেরগুলো শুনবো।
নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৮ মার্চ নারী দিবস উদযাপন হচ্ছে। এ বছর জাতিসংঘ নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। এ প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সারাদেশে নানা কর্মসূচী পালন করা হয়েছে। যার আলোকে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়ে মামলার শুনানি ও নারীর সংখ্যাসাম্য ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষে রুলটি জারি করেন।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।