চট্টগ্রাম, ১১মার্চ ২০২২:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির জন্য চারটি পণ্যের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব পণ্য ক্রয়ে সরকারের খরচ হবে ৬৯১ কোটি টাকা। গত বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পণ্যগুলোর মধ্যে রয়েছে- এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল, ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল ১৪ হাজার টন চিনি এবং ১০ হাজার টন ছোলা।
মূলত রমজান মাসে যাতে ক্রেতারা সুলভ মূল্যে প্রয়োজনীয় কিছু খাদ্য কিনতে পারে সেজন্য এই ব্যবস্থা। এসব খাদ্যপণ্য বাজারে থাকলে অসাধু ব্যবসায়ীরা যেমন পণ্যমূল্য বাড়াতে পারবে না তেমনি অবৈধ মজুদদারিও করতে পারবে না।
ওই বৈঠকে সভাপতির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে এবার েরোজায় পণ্য পৌঁছে দেব। প্রতিটি ইউনিয়নে আমরা টিসিবিকে নিয়ে যাব।
এদিকে টিসিবির বিপণন ক্ষমতাও বাড়ানো হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।
জানা গেছে টিসিবির জন্য ইতিমধ্যে ২৮৭ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৫৩৬ টাকায় এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি লিটারের দামপড়ছে ১৬৮ টাকা।
১১০ কোটি ৬০ লাখ টাকায় মোট ১৪ হাজার টন চিনির ক্রয়াদেশ দেয়া হয়েছে। যেখানে মেঘনা সুগার রিফাইনারি থেকে ৫৫ কোটি ৩০ লাখ টাকায় সাত হাজার টন এবং একই দামে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ থেকে সমপরিমাণ চিনি কেনার অনুমোদন হয়। অর্থাৎ। ভ্যাট এবং ট্যাক্সসহ প্রতি কেজি চিনির দাম পড়ছে ৭৯ টাকা। ১০ হাজার টন ছোলা কেনা হচ্ছে ৮১ কোটি ৪০ লাখ টাকায়। ৮১ দশমিক ৪০ টাকা কেজি দরে এসব ছোলা ক্রয় করা হচ্ছে। এছাড়া ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল ক্রয় করা হচ্ছে ২১১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায়। প্রতি কেজির দাম পড়েছে একশ’ আট টাকা পঞ্চাশ পয়সা।
অর্থমন্ত্রী বলেন, সময়মত পণ্য পৌঁছানো হচ্ছে আসল কাজ। এজন্য টিসিবি ক্যাপাসিটি আরও বাড়ানো হবে। ছবি: সংগৃহীত
Discussion about this post