মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির শাকপুরা শাখার ক্ষুদ্র উদ্যোক্তা সদস্যদের অংশগ্রহণে নারী উদ্যোক্তাদের গাভী পালনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গত ২৮ মার্চ, সোমবার পটিয়ার চরকানাইয়ের মমতা ডেইরি ফার্মে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন- অনুকূল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান। প্রশিক্ষণ সমাপনীতে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার ও মো. এনামুল হক। অভিমত প্রকাশ করেন, অনুকূল ফাউন্ডেশনের নির্বাহী মনিটরিং অফিসার মো. দিদার হোসেন, মমতা’র উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, উত্তম কুমার বড়–য়া প্রমুখ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিকট সনদ তুলে দেন প্রধান অতিথিসহ মমতা’র কর্মকর্তাবৃন্দ।
একইদিনে মমতা’র পরিচালিত সূচলা প্রকল্পের আওতায় নগরীর হালিশহর শাখায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, স্বাস্থ্য সচেতনতায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। অনুকূল ফাউন্ডেশনের সহায়তা পরিচালিত উক্ত প্রকল্পের অনুষ্ঠানে উপকরণসমূহ শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুকূল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, অনুকূল ফাউন্ডেশনের নির্বাহী মনিটরিং অফিসার মো. দিদার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post