চট্টগ্রাম,৩ জুলাই, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটির ব্যবস্থাপনায় এবং ভিশন শিপিং-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ভিশন শিপিং ১ম বিভাগ লীগ ২০২১-২২ এর উদ্বোধন হয়েছে।
আজ উদ্বোধনী খেলায় ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশন ৭-২ গোলে চন্দনপুরা একাদশকে, বাংলাদেশ রেলওয়ে এস.এ ৩-২ গোলে নবীন মেলাকে, সাউথ এন্ড ক্লাব ৪-১ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীকে, কোয়ালিটি এস.সি (ব্লুজ) ২-১ গোলে কোয়ালিটি স্পোটস্ ক্লাবকে, ফ্রেন্ডস ক্লাব ১৭-৩ গোলে ইয়ং স্টার ব্লুজকে, নিমতলা লায়ন্স ক্লাব ৫-০ পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠিকে পরাজিত করে লীগের শুভ সূচনা করে।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আজ রবিবার বিকাল ৪ টায় লীগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান এবং সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে হ্যান্ডবল সম্পাদক ও সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিশন শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মো. দিদারুল আলম, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর ফুটবল কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আক্তারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, দিদারুল আলম মাসুম, আব্দুর রশীদ লোকমান, লুৎফুল করিম সোহেল, প্রবীন কুমার ঘোষ, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ, আবু জাহেদ, এস এম সাইফুদ্দীন, আরিফুল ইসলাম শমশের, মো. হারুন, হ্যান্ডবল কমিটির সদস্য হায়দার আলী, জাহেদুল আমিন তারেক, এনাম, জাবেদা বেগম মিঠুল, মাসুদুর ইসলাম, সানি দত্ত, মো. আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post