চট্টগ্রাম,১১ আগস্ট, ২০২২:
শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শালআর্ট প্রতিযোগিতা’২২ চট্টগ্রাম জেলার ৫ টি স্বর্ন অর্জন
জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শালআর্ট প্রতিযোগিতা’২২ -এ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগিতারা ৫ টি স্বর্ণ পদক অর্জন করেন। গত ৬-৭ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রামের স্বর্ণ পদক বিজয়ীরা হলেন -কাতা মেয়ে ৮-১০ বছর ১. মাহদিয়া (স্বর্ন)। কাতা ছেলে ৮-১০বছর ২.আল ফেসানি(স্বর্ন)।
কুমিতে মহিলা -৩৫ কেজি ৩. মাহদিয়া( স্বর্ন)। কুমিতে পুরুষ -৬০ কেজি ৪.বেশারত (স্বর্ন)।
কুমিতে পুরুষ -৭৫ উন্মুক্ত ৫. রাফি (স্বর্ন)।
গত ৮ আগস্ট, রবিবারজেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে সিজেকেএস এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন পদক বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, হাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম, কারাতে কমিটির সহ-সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সদস্য সেনসী এ বি রনি ও সিনিয়র কারাতেম এম সরওয়ার খসরু। বিজ্ঞপ্তি
Discussion about this post