চট্টগ্রাম,১৫ আগস্ট, ২০২২:
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে শেখ রাসেল অনুর্ধ এগার ক্রিকেট টুর্নামেন্ট। এতে প্রতিযোগিতার জন্য ১৬টি ক্রিকেট একাডেমি গঠন করা হয়েছে। একাডেমিগুলোর নামকরণ করা হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে নিহত ১৬ জন শহীদের নামে। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও জাতির পিতার সাথে শহীদ ১৬ জনের নামে দলগুলো এবারও মাঠে নামবে।
১৭ আগস্ট সকাল নয়টায় এম এ আজিজ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী বলেন, ৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি করা হয়েছে। কিন্তু জাতির পিতার ঋণ ও আদর্শ আমরা বুকে ধারণ করে আছি। আর আগস্টেই তাদের স্মরণে শেখ রাসেল অনুর্ধ্ব এগার ক্রিকেট টুর্নামেন্ট আমরা একটু ব্যতিক্রমভাবে আয়োজন করি। সেজন্য শহীদদের নামে প্রতিযোগিতা দলগুলো গঠন করা হয়।
.
Discussion about this post