চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২২
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ব্যাডমিন্টন প্রশিক্ষণ কর্মসূচি-২০২২ গত ১৮ আগস্ট বিকাল ৪ টায় সিজেকেএস জিমনেশিয়ামে উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করবেন ভারতের জাতীয় তারকা খেলোয়াড় ও কোচ বাস্তব নিয়োগ।
্িুদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর তানভীর হায়দার চৌধুরী, এনামুল হক, আবু জাহেদ, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সদস্য আলী কায়সার প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post