চট্টগ্রাম,২১ আগস্ট, ২০২২:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতার পরিচালনাধীন আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের উদ্যোগে আজ রবিবার মমতার স্বাস্থ্য ক্লিনিকগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচির আওতায় গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা, প্রসব-পরবর্তি সেবা, মাসিক নিয়ন্ত্রন সেবা, গর্ভপাত পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, পুষ্টি সেবা, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সেবা প্রদানসহ অন্যান্য চিকিৎসা উপকরণ বিতরণ হয়। এছাড়াও প্রকল্পের আওতায় শোক দিবস উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের ৯,১০,১১,১৩,২৬ নং ওয়ার্ডে নগর মমতা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রসমুহ ও নগর মাতৃসদনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মমতার আরবান প্রজেক্ট ম্যানেজার মাহবুবুল করিম, মাতৃসদনের কন্সাল্টেন্ট, মেডিকেল অফিসারসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Discussion about this post