নিউজিল্যান্ড -বাংলাদেশ টি টুয়েন্টি সিরিজ জিতলেও শেষ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। ৫টি টি টুয়েন্টি ম্যাচের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করলেও পঞ্চম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। এতে পাঁচ ম্যাচ সিরিজে শেষ টি টোয়েন্টিতে বড় ব্যবধানে জিতেছে কিউইরা। অর্থাৎ ২৭ রানে হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ১৬১ রান করে ২০ ওভারে। ১৬২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশ ৮ েইউকেট হারিয়ে ১৩৪ রান করে। ১৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা স্বাগতিক বাংলাদেশের টপ অর্ডার ধসে পড়ে। ৪৬ রানে হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত আফিফ হোসেন ও মাহমুদ উল্লাহ বাংলাদেশকে কিছুটা আশার আলো দেখায়। তাদের জুটি ৪৩ বলে ৬৩ রান সংগ্রহ করলেও দলীয় ১০৯ রানে কিউই বোলার কুগলেইন মাহমুদউল্লােহকে আউট করে। এরপর আর কোনো আশা জাগাতে পারেনি বংলাদেশ।
শুরুতে মোহাম্মদ নাঈম স্বাভাবিক গতিতে খেললেও ১০ রানে আউট হন লিটন দাস। কিন্তু গত কয়েক ম্যাচ বসে থাকার পর সৌম্রকে সুযোগ দেওয়া হলেও কাজে লােগাতে পারেননি। মাত্র চার রানে ফিরেন সাজঘরে। এরপর নাঈম ফেরেন ২১ বলে ২৩ রান করে সিয়ার্সের বলে। আর রবীন্দগ্রকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন অভিজ্ঞ মুশফিক। আফিফ হোসেন অপরাজিত থাকেন ২ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৪৯ রান করে। তবে আফিফ হোসেন ২ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৪৯ রান করেছেন।
শরিফুল ৪ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। তাসকিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। আর নাসুম ও আফিফ একটি করে উইকেট পান ৩ ওভার বল করে। নিউজিল্যান্ডের পক্ষে সব্বোর্চ ল্যাথাম ৬০ ও অ্যালেন ৪১ রান করেন। তাদের মধ্যে সব্বোর্চ ২ উ্ইকেট পেয়েছেন কুগেলাইন।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ
নিউজিল্যান্ড একাদশ
আগের ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পাওয়া টম ব্লান্ডেল ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। কিউইদের একাদশে আছে আরও দুটি পরিবর্তন- ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেটের জায়গায় এসেছেন স্কট কুগেলেইন ও বেন সিয়ার্স। খেলছেন জ্যাকব ডাফিও। ভেন্যু :মিরপুর ক্রিকেট স্টেডিয়াম।
Discussion about this post