চট্টগ্রাম, ২০ অক্টোবর, ২০২২:
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এলিট রেফারিং কোর্সে ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েচে।
২০ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের উদ্যোগে সিজেএফআরএ এলিট রেফারিং কোর্স-২০২২’র সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, খায়রুল আলম চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ, স্পন্সর আবদুল মান্নান, ফুটবল রেফারি এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোর্স প্রশিক্ষক জিএম চৌধুরী নয়ন, রিটুরাজ বড়–য়া, মাহমুদ হাসান মামুন, শরীফুজ্জামান খান টিপু, খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post