চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩:
তারকা পেসার শাহিন আফ্রিদি গতকাল শুক্রবার করাচিতে এক জমকালো অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করেছেন।
অধিনায়ক বাবর আজম সহ পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার এই অনুষ্ঠান উদযাপন করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর আনশার সঙ্গে শাহীনের বাগদান হয়।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স টুইটারে নিয়ে গিয়ে শাহীনের বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছে।
বাবর ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরফরাজ খান, শাদাব খান, নাসিম শাহ প্রমুখ।
“লাহোর কালান্দার্স @iShaheenAfridi কে চিরন্তন সুখ কামনা করে,” ছবির অ্যালবামটি টুইটারে ক্যাপশন দেওয়া হয়েছিল।লাহোর কালান্দার্স আরও একটি ভিডিও শেয়ার করেছে যাতে শাহীনকে দেখা যায় “কবুল হ্যায়, কবুল হ্যায়” বলতে। শাহীন, যিনি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাঁটুতে চোট পেয়েছিলেন। পিএসএল ৮-এর আগে সম্পূর্ণ ফিটনেস অর্জনের জন্য নেটে ঘাম ঝরাতে দেখা গেছে।
পিএসএলের অষ্টম আসর ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শাহিনের নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স মুলতান সুলতানের বিপক্ষে।
Discussion about this post