চট্টগ্রাম, ২২ মার্চ, ২০২৩:
বাংলাদেশে চলচ্চিত্রের ৬০ বছর এবং চলচ্চিত্র ফেডারেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১৯ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান ফেডারেশনের সভাপতি লাইনুন নাহার স্বেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি এবং প্রবীণ চলচ্চিত্র কর্মী সালাউদ্দিন জাকি। বিগত ৫০ বছরে চলচ্চিত্র ফেডারেশনভুক্ত বিভিন্ন চলচ্চিত্র সংসদ থেকে ১০টি চলচ্চিত্র সংসদকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য যে বিগত ৩০ বছর ধরে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে একযোগে কাজ করে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র “সুবর্ণ স্মারক” পদক পেয়েছে। লিয়াকত আলী লাকি এবং লাইনুন নাহার স্বেমীর হাত থেকে সুবর্ণ স্মারক পদক গ্রহণ করেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ। স্মারক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম ও বেলায়েত হোসেন মামুন। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র হতে আরও উপস্থিত ছিলেন ফারুক ইসলাম, পলাশ ভৌমিক, সজল শর্মা প্রমুখ। ও সুনীল। বিজ্ঞপ্তি
Discussion about this post