অভিনেতা আহমদ রুবেলকে নিয়ে ফেসবুকে লিখেছেন ‘সুষুপ্ত পাঠক’ নামে এক ফেসবুক ব্যবহারকারী। এই অভিনেতা অল্প বয়সে মারা গেছেন। গত ৭ ফেব্রুয়ারি। তার জন্ম ১৯৬৮ সালে। তার অকাল মৃত্যুতে আক্ষেপ প্রকাশ তার শিল্পকর্ম ও কর্মপ্রতিভা নিয়ে নানা আলোচনা চলছে। আক্ষেপ প্রকাশ করেছেন ‘সুষুপ্ত পাঠক’-
“আমি একটু অন্যভাবে ভাবি। আহমেদ রুবেল যদি নিদেনপক্ষে পশ্চিমবঙ্গে জন্ম নিতেন তাহলে বলিউড বা সাউথ ইন্ডিয়ান সিনেমা তাকে সঠিক ব্যবহার করতে পারতো। কারণ ভারতীয় হিসেবে তার জন্য এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করা সহজ হতো। এমনকি পশ্চিমবঙ্গে অভিনয় করলেও চলত। এ কথা আমি হুমায়ুন ফরিদীকে নিয়েও বলি। কোলকাতার যীশু সেনগুপ্তের কথা ধরুন, বলিউড সাউথ সবাই তাকে চেনে। রুবেল তারচেয়ে অনেক বড় শিল্পী। দেশভাগের ফলে বহু প্রতিভা লিলিপুট হয়ে রইল!
বাংলাদেশের মত ছোট দেশের ছোট বাজার এবং প্রতিভাহীন নির্মাতাদের কাছে প্রতিভা মার খাবেই। বাংলাদেশে বড় কোন চলচ্চিত্র পরিচালকের জন্ম হয়নি। দেশভাগের ফলে বাঘ নাই দেশে শিয়াল রাজা হয়ে গেছে! দেশভাগের ফলে তৃতীয় শ্রেণির রাজনীতিবিদের কপাল খুলেছিল। তারা রাজা বাদশাহ হতে পেরেছে যেটা অবিভক্ত দেশে কল্পনাও করতে পারতো না। দেশভাগের ফলেই তৃতীয় শ্রেণির লেখকরা বাংলাদেশের প্রধান লেখক হয়ে বসতে পেরেছে।
আহমেদ রুবেল এক অপচয়ের নাম। এমন আরো অভিনেতা অভিনেত্রী বাংলাদেশে আছে যারা বাংলাদেশে জন্মে এক প্রকার পাপ করেছেন!
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান যতবেশি ভারতে কাজ করবে তাদের প্রতিভার তত যোগ্য ব্যবহার হবে।”
ছবি: আহমদ রুবেল
Discussion about this post