চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২৩:
আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে চতুর্থ ধাপে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ৩ হাজার ৩শ’ ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। তাদের মধ্যে ২২মার্চ ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৃহত্তর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের বুঝিয়ে দেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে।
তারা চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন উপজেলায় এসব ঘরের চাবি হস্তান্তর করেছেন পরিবারগুলোতে।
এবার চট্টগ্রামের হাটহাজারীর গৃহহীন ও ভূমিহীন ১৫২ পরিবারের সদস্যরা আসন্ন ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার ঘর পেয়েছেন। এর মধ্যে উপজেলার ফরহাদাবাদে ১৫টি, ধলইয়ে ১১টি, নাঙ্গলমোড়ায় ১৩টি, মির্জাপুরে ১৬টি, ছিপাতলীতে ১০টি, মেখলে ১০টি, গড়দুয়ারায় ২১টি, উত্তর মাদার্শায় ১৫টি, ফতেপুরে ১২টি, চিকনদ-ীতে ৮টি, দক্ষিণ মাদ্রাসায় ৬টি, শিকারপুরে ৯টি, বুড়িশ্চরে ৫টি এবং হাটহাজারী পৌরসভায় ১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলমের সভাপতিত্বে চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চন্দনাইশে গতকাল ২২ মার্চ সকালে চন্দনাইশ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভিডিও কনফারেন্স মাধ্যমে ৬৫ পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চন্দনাইশে
আশ্রয়ণ প্রকল্প-২ থেকে ৪র্থ পর্যায়ে ৬৫ জন উপকারভোগীকে জমি ও গৃহ প্রদান করার পাশাপাশি ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
বোয়ালখালীতে গৃহহীন অসহায় আরো ৫৩টি পরিবারকে চতুর্থ পর্যায়ে জমির দলিলসহ পাকা ঘরের চাবি তুলে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। একই সাথে বোয়ালখালী উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। চতুর্থ ধাপে রাঙ্গুনিয়া ৪৬ ভূমি ও গৃহহীন পরিবারের রাঙ্গুনিয়া গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাঙ্গুনিয়া প্রান্তে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
পার্বত্য রাঙামাটি জেলায় ৪৩৯ উপকারভোগী পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ২২ মার্চ, বুধবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি জেলার জিমনেসিয়াম হলে রাঙামাটি সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের ৮৩টি এবং জেলার অন্যান্য উপজেলায় সর্বমোট-৪৩৯ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ সহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ১ হাজার ৪ শত ৬৬ পরিবার। গতকাল বুধবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অডিটরিয়ামে এ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সহ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাঈমুল হক, উপজেলা চেয়ারম্যান মো. কাশেমসহ অন্যান্যরা।
১ হাজার ৪ শত ৬৬ পরিবারের মধ্যে খাগড়াছড়ি জেলা সদর উপজেলায় ১৩৬টি, মহালছড়িতে ৮০টি, দীঘিনালায় ৩৫০টি, পানছড়িতে ১২৭টি, রামগড়ে ১৩৩টি, গুইমারায় ৭৫টি, মাটিরাঙ্গায় ১৫০টি, মানিকছড়িতে ২২৫টি এবং লক্ষীছড়িতে ১৯০টি ঘর হস্তান্তর করা হয়েছে।
বান্দরবানের লামায় প্রধানমন্ত্রীর উপহারের জমি, ঘর, চাবি ও দলিল পেলেন ৪০ ভূমি ও গৃহহীন পরিবার। ২২ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপকারভোগী এসব পরিবারের হাতে দলিল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। প্রকল্পের ৪র্থ পর্যায়ে উপজেলায় ৪০টি ঘরের মধ্যে ২৫টি সেমিপাকা ও ১৫টি মাচাং ঘর রয়েছে।
এদিকে কক্সবাজারে আট উপজেলায় ১ হাজার ৭১টি পরিবারকে নব-নির্মিত ঘর ও জমির দলিল হস্তাস্তর করা হয়েছে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানে। এরমধ্যে চকরিয়ায় সর্বমোট ৮৭৪ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর করে চকরিয়াকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
Discussion about this post