চট্টগ্রাম, ২৩ জুন, ২০২৩:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর রাজনীতি. কূটনীতি সহ নানা সম্পর্কের বিষয় নিয়ে একটি মাইলফলক হয়ে থাকবে। তেমনি সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও অনেক বিষয় সংবাদ শিরোনাম হয়েছে। যেসব বিষয়গুলো আমেরিকা ও ভারতের সম্পর্কের গভীরতাকে তুলে ধরছে।
সেরকম একটি বিষয় হচ্ছে বাইডেন ও মোদি দুই পক্ষের মধ্যে উপহার চালাচালি। এসব উপহার সামগ্রী দেওয়ার হয় হোয়াইট হাউজে বাইডেন দম্পতির সাথে ভোজ সভায়। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদি কলকাতার স্বর্ণকারদের তৈরি রুপার গণেশ এবং প্রদীপ উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। বাইডেনের হাতে তুলে দেন জয়পুরের শিল্পীদের তৈরি কারুকাজ করা চন্দনকাঠের বাক্সভরা ছিল যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম। আইরিশ কবি উইলিয়ম বাটলর ইয়টসের অনুবাদ করা উপনিষদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইসুরুর বিখ্যাত চন্দনকাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্ অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ।
বাইডেনের স্ত্রী জিলকে সাড়ে ৭ ক্যারেটের একটি সবুজ হীরা উপহার দিয়েছেন মোদি। এই সবুজ হীরা খণ্ড সাধারণ কোনো হীরা নয়, খনির হীরাও নয়। পরিবেশের বিষয়কে প্রাধান্য দিয়ে পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয় যা পরিবেশের সুরক্ষার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এই প্রাকৃতিক হীরার সব বৈশিষ্ট্যযুক্ত কৃত্রিম হীরা। হীরার বাক্সও প্যাপিয়ার ম্যাচ বাক্স দিয়ে তৈরি। বাইডেনের স্ত্রী জিল বাইডেন ভারতীয় প্রধানমন্ত্রীকে রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার একটি বই উপহার দেন।
অন্যদিকে বাইডেন মোদিকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরাও উপহার দেন। ক্যামেরাটির সঙ্গে বাইডেন মোদিকে জর্জ ইস্টম্যানের প্রথম কোডাক ক্যামেরার পেটেন্টের একটি অনুলিপিও দেন। বাইডেন ও তাঁর স্ত্রী মোদিকে উপহার দিয়েছেন ২০ শতকের হাতে লেখা একটি অ্যান্টিক বই। মোদি উপহার হিসাবে পেয়েছেন বই। বন্যপ্রাণীর ছবি সংবলিত একটি হার্ডকাভার বইটি বাইডেন উপহার হিসাবে দিয়েছেন।
ভোজন পর্বে ভারতের নিরামিষাশী প্রধানমন্ত্রী মোদিকে নানা রকম নিরামিষ পদে আপ্যায়ন করা হয়। মোট ৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয় মোদির সম্মানে আয়োজিত এই নৈশভোজে।
মোদির জন্য মার্কিন রন্ধন শিল্পী নিনা কার্টিস গাছগাছালি, ফল, সবজি থেকে তৈরি সুস্বাদু খাবার তৈরি করে পরিবেষন করেন। নৈশভোজের আসরে ছিল মোদির মনোরঞ্জনের ব্যবস্থাও। তাকে গান গেয়ে শোনান বিখ্যাত শিল্পীরা।
গত মঙ্গলবার দিল্লি থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান স্যালুট এবং উভয় দেশের জাতীয় সংগীতের মাধ্যমে হোয়াইট হাউসে মোদিকে স্বাগত জানানো হয়।
আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল বাইডেন সরকার। বৃহস্পতিবার সেই মঞ্চেই দ্বিতীয়বার ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিউজের সূত্র : ভারতের আনন্দবাজার পত্রিকা ও বাংলাদেশের দৈনিক সমকাল, ছবি : আনন্দবাজার থেকে নেওয়া
Discussion about this post