চট্টগ্রাম, ৬ জুলাই, ২০২৩:
আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ক্রিকেটে বাংলাদেশে সব্বোর্চ রান, সব্বোর্চ শতক, অর্ধশতকের মালিক ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০০৭ সালে মাত্র ১৭ বছর বয়সে বাংলাদেশ দলে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল। গত জুলাই মাসে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান তামিম আজ দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন ডেকে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর আগের দিন গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তিন ম্যাচের আফগানিস্তান-বাংলাদেশের ওয়ানডে খেলার প্রথম ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। ম্যাচটিতে বাংলাদেশ হারে। বাংলাদেশ ওয়ানডে ম্যাচের এই ওপেনার গতকালের ম্যাচে ১৩ রানে আউট হন। এই ম্যাচের আগে তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তিনি শতভাগ ফিট নন। প্রথম ম্যাচ খেলার পর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজকে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তাতে বাংলাদেশের ক্রিক্রেটকে হতবাক করে দিয়েছে। বিসিবি আনুষ্ঠানিক কিছু না বললেও তামিমের এই সিদ্ধান্ত প্রিম্যাচিউড বলে মন্তব্য করেছে। এমনকি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক প্রতিক্রিয়ায় বলেছে, বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তামিমের অবসরের পর নিজেদের সাইটে তামিমকে নিয়ে একটি ফিচার প্রকাশ করে আইসিসি জানিয়েছে, তামিমের অবসরের বিষয়টি বাংলাদেশের জন্য ভালো খবর নয়। ভারত বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা। টুর্নামেন্টের তিন মাস আগে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম।’
ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশে ১৫ হাজার রান করা তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।’
‘এটার পেছনে হুট করে কোনো সিদ্ধান্ত ছিল না। এটা নিয়ে ভাবছিলাম আমি… এটার ভিন্ন ভিন্ন কারণ আছে, যেটা আমার মনে হয় না এখানে বলার দরকার আছে। এটা না যে হুট করে সিদ্ধান্ত নিয়েছি। বেশ কিছু দিন ধরেই কথা বলছিলাম, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছিলাম। আমার মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এটিই।’
অবসরের সিদ্ধান্ত তিনি হঠাৎ কওে নেননি বলেও জানান। তার পরিবারের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে গত কয়েক বছরে চোট সহ নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েছিলেন দেশের এই সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে দেশে সব্বোর্চ সেঞ্চুরির মালিক যিনি। তার ২৫টি সেঞ্চুরি ধারেকাছেও নেই দেশের অন্য কোনো ক্রিকেটার।
২০২০ সালে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট ছাড়ার পর ওয়ানডে দলের নিয়মিত অধিনায়কের দায়িত্ব পান তামিম ইকবাল। তার নেতৃত্বে ৩৭ টি ওয়ানডেতে ২১ টি জয় পায় বাংলাদেশ।
চট্টগ্রামে বেডে উঠা তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমার বেশি কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস আমি অবশ্যই বলবো, আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। হয়ত আমি ভালো করেছি, কিংবা যথেষ্ট ভালো করতে পারিনি, কিন্তু আমি মাঠে থাকলে আমার শতভাগ দেয়ার চেষ্টা করেছি। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্যই ক্রিকেট খেলেছি। জানিনা কতটুকু পূরণ করতে পেরেছি।’
Discussion about this post