চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২৩:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৩ রাব্বি সেলিম শেষ খেলায় সজীব দাশকে পরাজিত করে ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সমান খেলায় সমান পয়েন্ট পেয়ে ট্রাইবেকিং এনকাউন্টারে পিছিয়ে থাকায় সজীব দাশ রানার আপ হয়েছেন। সমান খেলায় ৭ পয়েন্ট পেয়ে ৫ জন খেলোয়াড় ট্রাইবেকিং এর মাধ্যমে ফিদে মাস্টার আবদুল মালেক ৩য় স্থান, ওমর খালেদ ৪র্থ স্থান, আসিফ মাহমুদ ৫ম স্থান, তুষিন তালুকদার ৬ষ্ঠ ও নাসির হাসান ৭ম স্থান অর্জন করেন। ৬.৫ পয়েন্ট পেয়ে মুজিবুর রহমান ৮ম , সাধক সুমন বড়–য়া ৯ম স্থান ও ৬ পয়েন্ট পেয়ে রাফি ইসলাম অর্জন করেন ।
আগামী ২৫ জুলাই বিকাল ৫টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
বিশ^ দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় মোট ১০৭ জন দাবাড়– অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শীর্ষ ৬ জন দাবাড়– ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বি দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন। এই চ্যাম্পিয়নশিপে চিফ আরবিটর হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে রাকিবুল ইসলাম সাচ্চু ও আরবিটর হিসেবে নুরুল আমিন দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি
Discussion about this post