চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২৩:
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিজেকেএস, ইউ.সি.বি ও পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশিপ-২০২৩ আগামী ২২-২৯ জুলাই চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ২২ জুলাই, শনিবার সকাল ১১.৩০ টায় ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন।
এ চ্যাম্পিয়নশীপে ৩টি সার্ভিসেস দল, ১টি বিশ^বিদ্যালয়, ৫টি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ২৮টি জেলা ক্রীড়া সংস্থা সহ মোট ৩৭টি দল অংশগ্রহণ করছে। সার্ভিসেস দল: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি:, বিশ^বিদ্যালয় দল: বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়, বিভাগীয় ক্রীড়া সংস্থা: সিলেট, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, জেলা ক্রীড়া সংস্থা: চট্টগ্রাম, ঢাকা, বান্দরবান, গোপালগঞ্জ, চাঁদপুর, ফেনী, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা, বরিশাল, পটুয়াখালী, হবিগঞ্জ, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাগুরা, নওগাঁ, নারায়নগঞ্জ।
চ্যাম্পিয়নশিপে সর্বমোট ২৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে, যেখানে- পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন এবং বালিকা ২৮ জন। দলীয় ম্যানেজার/কর্মকর্তা ৩৭ জন, আম্পায়ার ১০ জন ও ফেডারেশনের কর্মকর্তা ১৫ জন।
চ্যাম্পিয়নশিপের ইভেন্ট: (১) পুরুষ দলগত (২) মহিলা দলগত (৩) পুরুষ একক (৪) মহিলা একক (৫) পুরুষ দ্বৈত (৬) মহিলা দ্বৈত (৭) মিশ্র দ্বৈত (৮) বালক অনুর্ধ্ব-১৮ একক ও (৯) বালিকা অনুর্ধ্ব-১৮ একক।
Discussion about this post