চট্টগ্রাম,৮আগস্ট, ২০২৩:
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২৫ মেয়াদে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজ। একই কমিটিতে তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই’র নব নির্বাচিত সভাপতি মাহবুব আলমের কন্যা রাইসা মাহবুব সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বারের বোর্ড অব ডাইরেক্টরদের সভায় নবনির্বাচিত পরিচালকদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষে ৩০ সেপ্টেম্বর এই নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করবেন।
সভায় চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের পাশাপাশি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, সদস্য মোহাম্মদ আলী চৌধুরী ও ওয়াহিদ আলম এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান সরওয়ার হাসান জামিল উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ রিলায়েন্স ইন্টারন্যাশনাল’র স্বত্বাধিকারী। তিনি ২০১৯-২০২১ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি, ২০১৭-২০১৯ মেয়াদে চিটাগাং চেম্বারের পরিচালক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ওমর হাজ্জাজ ২০১৭-২০১৯ মেয়াদকালে চিটাগাং চেম্বারের আইসিটি বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ’র তৃতীয় সন্তান ওমর হাজ্জাজ। তিনি মালয়েশিয়া সানওয়ে ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশন্স এন্ড ম্যাস মিডিয়া স্টাডিজ থেকে সম্মান ডিগ্রি অর্জন করেন। ওমর হাজ্জাজ জিডি হার্বার সার্ভিস এবং গ্লোব ইঞ্জিনিয়ারিং’র ম্যানেজিং পার্টনার, রিলায়েন্স এ্যাসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লি., রিলায়েন্স শিপইয়ার্ড লি. এবং চট্টগ্রাম আবাহনীর পরিচালক।
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, সাইফ পাওয়ারটেক লি.’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন পুনরায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি চিটাগাং চেম্বারের ২০২১-২০২৩ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি, ২০১৯-২০২১ মেয়াদে সহ-সভাপতি এবং ২০১৭-২০১৯ মেয়াদে পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ই-ইঞ্জিনিয়ারিং লি., সাইফ প্লাস্টিক এন্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লি., সাইফ পোর্ট হোল্ডিংস লি., সাইফ ইলেক্ট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং লি., ম্যাক্সন পাওয়ার লি., সাইফ গ্লোবাল স্পোর্টস লি. ও ব্লু-লাইন কমিউনিকেশন্স লি.’র চেয়ারম্যান এবং সাইফ পোল্ট্রি ফার্মস’র স্বত্বাধিকারী। তিনি ২০২১-২০২৩ মেয়াদে চিটাগাং চেম্বারের পোর্ট এন্ড শিপিং বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির ডাইরেক্টর ইনচার্জ এবং একই মেয়াদে পলিসি স্ট্যান্ডিং সাব-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সহ-সভাপতি রাইসা মাহবুব ২০১৯-২০২১ মেয়াদকালে চিটাগাং চেম্বারের উইম্যান এন্ট্রাপ্রিনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির কো-কনভেনর এবং গত ২০২১-২০২৩ মেয়াদে চিটাগাং চেম্বারের উইম্যান এন্ট্রাপ্রিনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনে আলস্টার ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা ছাড়াও তিনি একুয়া ফুডস লি.’র ব্যবস্থাপনা পরিচালক, টু স্পুন রেস্টুরেন্ট এবং রাইসা মাহবুব ব্রাইডস এন্ড মেইডেন’র স্বত্বাধিকারী। বর্তমানে তিনি চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক।
কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী একেএম আক্তার হোসেন, এএস শিপিং লাইনসের স্বত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জেএন শিপিং লাইনসের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান টুটুল, হোসেন ফিশারিজের স্বত্বাধিকারী মাহফুজুল হক শাহ, গোল্ডেন কন্টেইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেনাজির চৌধুরী নিশান, আরএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলমগীর পারভেজ, পাওয়ারবাংলা করপোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ফোর এইচ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, মডার্ন হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, চয়েস মোটরসের স্বত্বাধিকারী মাহবুবুল হক, পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ, আজাদ সিন্ডিকেটের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম আজাদ, এফএ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মনির উদ্দিন, সেরি মেচান ট্রাভেলের স্বত্বাধিকারী আখতার উদ্দিন মাহমুদ, অর্কিড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সাজ্জাদ উন নেওয়াজ, স্পেকট্রাম সলিউশনসের স্বত্বাধিকারী ওমর মুক্তাদির।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Discussion about this post