চট্টগ্রাম, ৩০ আগস্ট, ২০২৩:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার কাবাডি লীগ ২০২২-২৩ এ সুপার থ্রি পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাদার্স ইউনিয়ন এবং রানার্স আপ হয়েছে লিটল ব্রাদার্স। অপরদিকে সিজেকেএস ১ম বিভাগ কাবাডি লীগ ২০২২-২৩ এর ফাইনালে ইয়ং স্টার ব্লুজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী। রানার্স আপ হয়েছে ইয়ং স্টার ব্লুজ।
সিজেকেএস প্রিমিয়ার কাবাডি লীগের সুপার থ্রি পর্বের শেষ খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৫১-৪৫ পয়েন্টে লিটল ব্রাদার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সিজেকেএস ১ম বিভাগ কাবাডি লীগে আজকের সকালের খেলায় নিমতলা লায়ন্স ক্লাব ২২-১৫ পয়েন্টে কে এম স্পোর্টিং ক্লাবকে, পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৩০-১৫ পয়েন্টে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এরপর বিকালে ফাইনাল ম্যাচে পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৫৭-৫০ পয়েন্টে ইয়ং স্টার ব্লুজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজ্ঞপ্তি