চট্টগ্রাম, ০৯ সেপ্টেম্বর, ২০২৩:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটির ব্যবস্থাপনায় এবং ভিশন শিপিংয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার হ্যান্ডবল লীগের ফাইনাল খেলায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ৩৯-২৩ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং লীগে রানার্স আপ হয় ফ্রেন্ডস ক্লাব। চ্যাম্পিয়ন দলের পক্ষে গোল করেন সংগ্রাম ১০টি ও আলমগীর ৭টি এবং রানার্স আপ দলের পক্ষে মাহিন ৮টি ও রুবেল ৭টি।
খেলা শেষে আজ বিকাল ৪.৩০ টায় এম এ আজিজ স্টেডিয়ামে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিশন শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দীন। সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে এবং সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু ও মো. তাহের-উল-আলম চৌধুরী স্বপন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর ও হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান এইচ.এম. সোহেল, সিজেকেএস কাউন্সিলর ও হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, সিজেকএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, মুজিবুর রহমান, প্রবীণ কুমার ঘোষ, আনোয়ার হোসেন, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল আলম খান, জাহেদ হোসেন, কাজী জসিম উদ্দিন, জাফর ইকবাল, হ্যান্ডবল কমিটির সদস্য জাবেদা বেগম মিটুল সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক হারুন রশীদ, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, ক্রীড়া পৃষ্ঠপোষক সৈয়দ মো. তানসির প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post