চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৪:
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত ভিডিও প্রতিযোগিতায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। গত ১৯ নভেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্ব এএমআর সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ টি এম মোস্তফা কামাল। সভার সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ রিয়াজুল হক, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর। আয়োজনে অতিথিবৃন্দ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর তাৎপর্য ও সামগ্রিক প্রভাব নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেন। আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভিডিও প্রতিযোগিতায় সেরা বার্তার জন্য পুরস্কৃত হয়েছেন সিভাসুর ফিজিওলিজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র ডা. বোরহান উদ্দিন রাব্বি। অন্যদিকে সেরা সৃজনশীল ভিডিও ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২য় বর্ষের আরেক শিক্ষার্থী মো. রহিদুল ইসলাম। তাদের সৃজনশীলতা ও দক্ষতা প্রতিযোগিতায় বিচারকদের প্রশংসা কুড়িয়েছে। বিজয়ীদের সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ এএমআর রেসপন্স অ্যালায়েন্স (BARA), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ ১৮ থেকে ২৪ নভেম্বর পালিত হয়ে থাকে। সারাদেশব্যাপী পালিত হয়ে থাকে।
ছবি:পুরস্কারপ্রাপ্ত সিভাসুর শিক্ষার্থী মো. রহিদুল ইসলাম এবং ডা. বোরহান উদ্দিন রাব্বি। বিজ্ঞপ্তি
Discussion about this post