চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি, ২০২২:
খ্যাতিমান গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার সন্তান প্রতীক চৌধুরী।
গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।
এর আগে কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ শাফি চৌধুরী জানিয়েছিলেন, তার বাবার মাল্টিপল অর্গান ফেইলিওর। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেছিলেন, বাবার অবস্থা খুব একটা ভালো না। আগামীতে কী হবে কিছুই বুঝতে পারছি না। কয়েকদিন ধরে বাবা হাসপাতালে চিকিৎসাধীন। আমার বাবার জন্য দোয়া করবেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে কাওসার আহমেদ চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় ধানমন্ডির গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে।
দীর্ঘদিন ধরে দৈনিক পত্রিকায় রাশিফল গণনার লেখালেখি করেছেন। তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।
কাওসার আহমেদ চৌধুরীর লেখা উল্লেখযোগ্য গান হলো- আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১ ও ২ এবং এলআরবি’র রূপালী গিটার ফেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র কাওসার আহমেদ চৌধুরী ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করেছেন। পত্রিকায় জ্যোতিষ শাস্ত্র নিয়ে তার ভিন্ন মাত্রার লেখনি পাঠকদের বেশ আকৃষ্ট করেছিল। যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
এছাড়া চলচ্চিত্র ও নাটক নিয়েও তিনি বিভিন্ন কাজ করেছেন। পাকিস্তান আমলে সিলেট বেতারে তার প্রথম গান গাওয়া হয়।
কাওসার আহমেদ চৌধুরী ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। সূত্র সংবাদমাধ্যম
Discussion about this post