চট্টগ্রাম, ৫ মার্চ, ২০২২:
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের শেয়ার বাজারে বহুজাতিক কোম্পানিগুলোর দরপতন হয়েছে। অন্যদিকে ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশের প্রকৌশলী ও নাবিক সহ িবাংলাদেশ শিপিং েকর্পোরেশনের জাহাজ আটকে পড়ার খবরে বিএসসির শেয়ারের দরপতন হয়েছে।
বহুজাতিক কোম্পানি রয়েছে ১২ টি। এ সপ্তাহে সব কোম্পানির শেয়ারের দর কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে এই ১২ কোম্পানির শেয়ারের উপর প্রভাব পড়েছে। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে বেশি।
কোম্পানিগুলো হল- বার্জার পেইন্টস, ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড, গ্রামীণফোন, সিঙ্গার বিডি, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, বাচা সু, আরএকে সিরামিক, লিনডে বিডি, রেকিট বেনকিজার, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ ও ম্যারিকো।
২৭ ফেব্রুয়ারি ইউনিলিভার কঞ্জুমার কেয়ারে শেয়ার দর ছিল ৩ হাজার ১৬৮ টাকা ৩০ পয়সা, বৃহস্পতিবার তা কমে দাঁড়ায় ২ হাজার ৮৭৫ টাকা ৯০ পয়সা। যেখানে ৯ দশমিক ২২ শতাংশ বা ২৯২ টাকা ৪০ পয়সা দর কমেছে কোম্পানিটির। এভাবে সপ্তাহের ব্যবধানে আরএকে সিরামিকের দর কমেছে ১০ দশমিক ৯৩ শতাংশ বা ৫ টাকা ৬০ পয়সা, লাফার্জহোলসিমের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৭০ শতাংশ বা ৪ টাকা ১০ পয়সা, বাটার কমেছে দশমিক ২১ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। এভাবে ১২ টি কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিকে বিএসসির শেয়ারের দর কমার কারণ হিসাবে বিশ্লেষকরা ইউক্রেনে প্রতিষ্ঠানটি একটি জাহাজে রকেট হামলার প্রভাব পড়েছে বলে জানিয়েছেন। সপ্তাহ জুড়ে কোম্পানিটি লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল। যেখানে তাদের ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১২০ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৮ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ১.৫৮ শতাংশ। সূত্র: সংবাদ মাধ্যম, ছবি: সংগ্রহ