চট্টগ্রাম, ২ এপ্রিল, ২০২২:
চট্টগাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্প-২০২২ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ২ এপ্রিল সকাল ১০ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সিজেকেএস এর সাবেক সহ-সভাপতি ও অ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং কমিটির সম্পাদক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জাতীয় অ্যাথলেট রেহেনা আক্তার, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, সিজেকেএস অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ইসমাইল কুতুবী, যুগ্ম সম্পাদক মিলজার হোসেন, সদস্য ইবাদুল হক লুলু, মজিবুর রহমান, আনিসুল আলম, মোঃ সরওয়ারুল আলম (সোহেল) প্রমুখ। বিজ্ঞপ্তি