চট্টগ্রাম, ১৩ জুন, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লীগ আগামি ১৬ জুন বিকাল ৫.৩০ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠে শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষে আজ সোমবার এক সংবাদ সম্মেলন সিজেকেএস কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয়।
এ সময় জানানো হয়-এ লীগে মোট ১৩ টি দল অংশগ্রহণ করছে। লটারির মাধ্যমে দলগুলোকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে: এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ।
দলগুলো হল: মোহামেডান এস সি (ব্লুজ), চট্টগ্রাম কাস্টমস এস সি, ব্রাদার্স ইউনিয়ন,
চট্টগ্রাম আবাহনী লি: (জুনিয়র), উল্লাস ক্লাব, বাকলিয়া একাদশ, বক্সিরহাট ইয়ংম্যানস্ ক্লাব, মুক্ত বিহঙ্গ, আগ্রাবাদ কমরেড ক্লাব, সিটি ক্লাব,আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, সেবানিকেতন, ক্রিসেন্ট ক্লাব
১৩টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ লীগ ভিত্তিতে ১ম পর্ব অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী ৪টি দল পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ লিগে মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন, রানার্স আপ দল ও খেলোয়াড়দেরকে ট্রফি ও মেডেল প্রদান করা হবে।
খেলার পৃষ্ঠপোষক চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান ভিশন শিপিং।
সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ। উপস্থিত ছিলেন- সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন, সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান এ বি এম খালেদুজ্জামান দাদুল, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, হ্যান্ডবল কমিটির সদস্য জাবেদা বেগম মিটুল প্রমুখ।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন ১৬ জুন বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি
Discussion about this post