চট্টগ্রাম,১৩ জুন, ২০২২:
বাংলা চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানকে অভিনেতা ওমর সানীর চড় মারার ঘটনায় মুখ খুলেছেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী ও তাদের ছেলে ফারদিন এহসান।
গত শুক্রবার বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে গেলে ঘটনার সূত্রপাত। সেখানে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। এতে পিস্তল বের করে জায়েদ খান ওমর সানীকে হুমকি দেন।
ওমর সানী জায়েদ খানকে চড় মারার কারণ হিসাবে মৌসুমীকে উত্যক্ত করার কথা বললেও আজ সোমবার এক অডিও বার্তায় ওমর সানীর স্ত্রী মোসুমী জানান, জায়েদ তাকে উত্যক্ত করেননি। মৌসুমী বলেন, জায়েদ খান কখনো অসম্মান বা বিরক্ত করেনি। কেন এই প্রশ্নটা বারবার আসছে যে, সে আমাকে বিরক্ত করছে, উত্যক্ত করছে। এই জিনিসটা আমি বুঝতে পারছি না। এটা যদিও একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।
তবে এর পাল্টা হিসাবে ওমর সানীর ছেলে ফারদিন এহসান জায়েদ খান তাদের বিরক্ত করেন বলে জানান। তার বাবা ও মা উভয়ের সাথে বেয়াদবি করেন বলে অভিযোগ করেন এহসান। কিন্তু তার মা মোসুমী কেন জায়েদ খান তাকে অসম্মান করেনি বলে অডিও বার্তা দিয়েছে তার জবাবে এহসান বলেন, আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো। জায়েদ তার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন বলেও তার অভিযোগ। মৌসুমীর অডিও বার্তার পর ওমর সানী ফেসবুকে বলেছিলেন, তার ছেলেরাও জায়েদ খানের ব্যাপারে বিস্তারিত জানেন। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
Discussion about this post