চট্টগ্রাম, ৪ জুলই, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ভিশন শিপিং-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ভিশন শিপিং ২য় বিভাগ লীগ ২০২১-২২ আজ ৪ জুলাই বিকাল ৪ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনের খেলায় হালিশহর লাকি ক্লাব ৫-০ গোলে শতদলকে, অছি ক্লাব ২-০ গোলে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, বার্ডস স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে আবেদীন ক্লাবকে, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ৬-০ গোলে কল্লোল সংঘ গ্রিনকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রিন ২-১ গোলে মাদারবাড়ী উদয়ন সংঘকে এবং শতাব্দী গোষ্ঠী ২-০ গোলে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে লীগের শুভ সূচনা করে। পাঁচলাইশ যুব সংঘ বনাম নোয়াপাড়া লায়ন্স ক্লাবের মধ্যকার খেলাটি ৩-৩ গোলে ড্র হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইফসুফের সভাপতিত্বে এবং হ্যান্ডবল কমিটির সম্পাদক ও সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিশন শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, নির্বাহী সদস্য দিদারুল আলম, রেখা আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, এনামুল হক, নাজমুল হক ডিউক, আব্দুর রশীদ লোকমান, শাহ পরান, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ, হ্যান্ডবল কমিটির সদস্য জাহেদুল আমিন তারেক, জাবেদা বেগম মিটুল, মাসুদুল ইসলাম, হ্যান্ডবল রেফারী এনামুল হক, সানি দত্ত, সোহেল আহমেদ, মো. আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post