চট্টগ্রাম, ৪ জুলই, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ভিশন শিপিং-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ভিশন শিপিং ২য় বিভাগ লীগ ২০২১-২২ আজ ৪ জুলাই বিকাল ৪ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনের খেলায় হালিশহর লাকি ক্লাব ৫-০ গোলে শতদলকে, অছি ক্লাব ২-০ গোলে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, বার্ডস স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে আবেদীন ক্লাবকে, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ৬-০ গোলে কল্লোল সংঘ গ্রিনকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রিন ২-১ গোলে মাদারবাড়ী উদয়ন সংঘকে এবং শতাব্দী গোষ্ঠী ২-০ গোলে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে লীগের শুভ সূচনা করে। পাঁচলাইশ যুব সংঘ বনাম নোয়াপাড়া লায়ন্স ক্লাবের মধ্যকার খেলাটি ৩-৩ গোলে ড্র হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইফসুফের সভাপতিত্বে এবং হ্যান্ডবল কমিটির সম্পাদক ও সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিশন শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, নির্বাহী সদস্য দিদারুল আলম, রেখা আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, এনামুল হক, নাজমুল হক ডিউক, আব্দুর রশীদ লোকমান, শাহ পরান, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ, হ্যান্ডবল কমিটির সদস্য জাহেদুল আমিন তারেক, জাবেদা বেগম মিটুল, মাসুদুল ইসলাম, হ্যান্ডবল রেফারী এনামুল হক, সানি দত্ত, সোহেল আহমেদ, মো. আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি